প্রকাশ: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ৬:২৬ পিএম

লায়ন্স ক্লাব অব ঢাকা ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে যাত্রীদের জন্য ফিল্টারকৃত নিরাপদ খাবার পানির ব্যবস্থা করা হয়েছে। আজ শনিবার সকালে রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্লাটফর্মে এই কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ লায়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন এ.কে.এম রেজাউল হক (জুনু)।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- লায়ন্স ক্লাব অব ঢাকা ব্রাহ্মণবাড়িয়ার ফাউন্ডার লায়ন এ.টি.এম. ফয়জুল কবির, লায়ন এ.বি.এম. সিদ্দিক, লায়ন শফিকুল ইসলাম, লায়ন মো. রোমেল মিয়া, লায়ন মাইনুদ্দিন খান পাশা ও লায়ন কাউছার।
লায়ন্স ক্লাবের নেতৃবৃন্দ জানান, যাত্রীদের যাত্রাপথে নিরাপদ পানির চাহিদা পূরণ ও সুস্বাস্থ্য নিশ্চিত করতে এই উদ্যোগ নেয়া হয়েছে।
তারা আরো জানান, শিগগিরই রেলস্টেশনের ২ নম্বর প্লাটফর্মেও একই ধরনের নিরাপদ পানির ব্যবস্থা করা হবে।
আজকালের খবর/ওআর