স্কুল ছাত্রীকে উত্যক্তের অভিযোগে
কসবায় অটোরিকশা চালকের এক বছরের কারাদণ্ড
মোজাম্মেল চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ৬:৫০ পিএম
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় স্কুল ছাত্রীকে উত্যক্ত করার অভিযোগে মো. ইব্রাহিম মিয়া (২২) নামে এক অটোরিকশা চালককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার সকালে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলাম এই সাজা প্রদান করেন। একই সাথে তাকে ৫০০ টাকা জরিমানা করা হয়।

অভিযান সূত্রে জানা গেছে, উপজেলার কুটি ইউনিয়নের আতকাপাড়া এলাকায় কুটি গার্লস স্কুলের ১০ম  শ্রেণির এক ছাত্রী কোচিং শেষে বাড়ি ফেরার পথে একটি অটোরিকশায় উঠেন। এ সময় অটোচালক তাকে অশালীন কথা বলতে থাকে। এক পর্যায়ে পিছন ফিরে তার গায়ে স্পর্শ করার চেষ্টা করে। এ অবস্থায় মেয়েটি বাঁধা দিলে তার পরনের জামা ছিড়ে যায়। পরে স্থানীয়রা ইব্রাহিমকে আটক করে। খবর পেয়ে সেখানে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়।

এ ব্যাপারে ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলাম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তিনি সেখানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। তখন আটক ইব্রাহিম স্বেচ্ছায় সে তার নিজের দোষ স্বীকার করলে দণ্ডবিধি, ১৮৬০ এর ৫০৯ বিধি মোতাবেক তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়। 

পড়ালেখার পরিবেশ ফিরিয়ে আনতে ও মেয়েদের নিরাপত্তা নিশ্চিতকরণে উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে। 

আজকালের খবর/ওআর









http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
গাজা সংঘাতে ৯০০ ইসরায়েলি সেনা নিহত
শি-পুতিনের সঙ্গে বৈঠকে বসছেন মোদি
মতিঝিলে দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা
রাশিয়া-চীন সম্পর্ক ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে: পুতিন
নুরের খোঁজ নিলেন খালেদা জিয়া
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জাকসু নির্বাচনে ছাত্র ইউনিয়ন ও ছাত্রফ্রন্টের 'সংশপ্তক' প্যানেল ঘোষণা
আহত নুরকে দেখতে হাসপাতালে বিএনপি নেতা ড. মঈন খান
লাইট হাউজের বার্ষিক সাধারণ সভা ২০২৫ অনুষ্ঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় রেলওয়ে স্টেশনে যাত্রীদের জন্য নিরাপদ পানির ব্যবস্থা
বাংলাদেশের সংবিধানে পিআর নামক কোনো শব্দ নাই: সালাহউদ্দিন আহমদ
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft