টেকনাফে সিএনজি গাড়িতে মিলল ১০ হাজার পিস ইয়াবা, আটক ২
ফারুকুর রাহমান, টেকনাফ
প্রকাশ: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ৬:২৩ পিএম
কক্সবাজারের টেকনাফে চেকপোস্ট একটি সিএনজি গাড়ি তল্লাশি চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ ২ জন মাদক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড ২ বিজিবি। শনিবার (৩০ আগস্ট) দুপুরে টেকনাফের হ্নীলা ইউনিয়নের দমদমিয়া চেকপোস্টে সিএনজি গাড়িটি তল্লাশি করে এসব ইয়াবা উদ্ধার সহ দুই মাদক পাচারকারীকে আটক করা হয়।

আটক মাদক পাচারকারীরা হলেন- উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের ১৫ নং জামতলি এফডিএমএন ক্যাম্প, ব্লক-এ/৩ এর বাসিন্দা মৃত হারুনের ছেলে মোহাম্মদ রফিক (২৯) ও বান্দরবান জেলার আলীকদম মান্নান মেম্বর পাড়া এলাকার বাসিন্দা মৃত ইউসুফ আলীর ছেলে আবুল কাশেম (২৬)।

এদিকে গণমাধ্যমে এমন তথ্য নিশ্চিত করে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান, চেকপোস্টে কর্তব্যরত বিজিবি সদস্যরা কুতুপালং হতে টেকনাফগামী একটি রেজিঃ বিহীন সিএনজি চেসিজ নং MBX0004CFMF116855 এবং ইঞ্জিন নং অস্পষ্ট তল্লাশির জন্য থামায়। 

তিনি আরও বলেন, পরবর্তীতে গাড়িতে থাকা একটি বস্তা তল্লাশি করে বস্তার ভিতরে রাজমিস্ত্রীর কাজে ব্যবহৃত সরঞ্জামাদির নিচে লুকানো বিশেষভাবে মোড়কজাতকৃত অবস্থায় ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দু’জন পাচারকারীকে আটক করে। বর্তমানে আটক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক জব্দকৃত আলামতসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

আজকালের খবর/ওআর








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
সংস্কার না হলে নুরের পরিণতি আমাদের জন্যও অপেক্ষা করছে: হাসনাত
বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তাজুল ইসলাম খানের প্রীতিভোজ
জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে একমত জামায়াত: তাহের
যারা একসময় হতাশায় ভুগেছিল, তারাই এখন দেশের নেতৃত্ব দিচ্ছে : প্রধান উপদেষ্টা
ফের বাড়ল সোনার দাম
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জাকসু নির্বাচনে ছাত্র ইউনিয়ন ও ছাত্রফ্রন্টের 'সংশপ্তক' প্যানেল ঘোষণা
নুরের ওপর হামলার ঘটনায় কর্মসূচি ঘোষণা করল জামায়াত
নুরের চোয়ালের হাড় ভেঙে গেছে, মেডিকেল বোর্ড গঠন
বাংলাদেশের সংবিধানে পিআর নামক কোনো শব্দ নাই: সালাহউদ্দিন আহমদ
নুরের খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থার আশ্বাস
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft