বাংলাদেশের সংবিধানে পিআর নামক কোনো শব্দ নাই: সালাহউদ্দিন আহমদ
সুজাদুল ইসলাম ফারাস, নেত্রকোনা
প্রকাশ: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ৩:৪২ পিএম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য আমরা রক্ত দিয়েছি, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি। ফ্যাসিবাদকে উৎখাত করেছি। ভোটের অধিকারের জন্য সংগ্রাম করেছি, আন্দোলন করেছি। কিন্তু, কিছু কিছু শক্তি সেই ভোটের অধিকারকে বানচাল করার ষড়যন্ত্রে লিপ্ত। আগামী ২০২৬ সনের ফেব্রয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। কেউ এই নির্বাচন বাঁধাগ্রস্ত করতে পারবে না,  সেই শক্তি করো নাই যে এই নির্বাচন বাধাগ্রস্ত করবে। নির্বাচন বাধাগ্রস্ত করতে দেয়া হবে না।
 
নেত্রকোনা জেলা বিএনপির সম্মেলন উপলক্ষে আজ শনিবার নেত্রকোনার ঐতিহাসিক মোক্তারপাড়ার মাঠে অনুষ্ঠিত সম্মেলন উদ্ধোধনকালে প্রধান অতিথির ভাষণে সালাহউদ্দিন আহমদ এ কথা বলেন। 

তিনি আরো বলেন, আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছি, তাই আগামীতে সংসদ নির্বাচনের মাধ্যমে সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ করে আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ সৃষ্টি করতে চাই। 

নির্বাচন পিছিয়ে দিতে বা বাধাগ্রস্তকারিদের উদ্দেশ্যে সালাহউদ্দিন আহমদ আরো বলেন, গণতন্ত্রের সার্থে, স্বাধীনতা সার্বভৌম রক্ষার স্বার্থে আপনারা কেউ নির্বাচনে বাঁধা সৃষ্টি করবেন না। সারা বংলাদেশে আজ নির্বাচনী আমেজের সৃষ্টি হয়েছে। তাই আমরা এই নির্বাচনী আমেজের সাথে তাল মিলিয়ে চলতে চাই। 

তিনি বলেন, কেউ কেউ বলছেন, সংবিধানে নির্বাচন কিভাবে হবে তা লেখা নাই। 

তিনি তাদের উদ্দেশ্যে সংবিধানের ব্যাখ্যা দিয়ে বলেন, সংবিধানে ৬৫ অনুচ্ছেদের ২ উপধারায় কিভাবে নির্বাচন হবে তা স্পষ্ট লেখা আছে। ভোটারদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচন প্রতিটি সংসদীয় এলাকায় হবে। বাংলাদেশের সংবিধানে পিআর নামক কোনো শব্দ নাই। তাই নির্বাচন নিয়ে কোনো বাঁধা সৃষ্টি করবেন না।
   
সম্মেলনে জেলা বিএনপির আহ্বায়ক ডাঃ আনোয়ারুল হকের সভাপতিত্বে ও সদস্য সচিব ডঃ রফিকুল ইসলাম হিলালির সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সৈয়দ আলমগীর। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবীব উন নবী খান সোহেল।

এছাড়াও বক্তব্য রাখেন- জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল আলম, জাতীয় নির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার কায়সার কামাল, জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য লুৎফুজ্জামান বাবর, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এটিএম আব্দুল বারী ড্যানি, জাতীয় নির্বাহী কমিটির সদস্য চৌধুরী আব্দুল্লাহ আল ফারুক, জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাড. খুরশেদ মিয়া আলম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ রাবেয়া আলী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট আরিফা জেসমিন নাহিন সভাপতি প্রার্থী অ্যাড. মাফুজুল হক, সাধারণ সম্পাদক এস এম মনিরুজ্জাম দুদু, আবব্দুল্লা আল মামুন খান রনিসহ স্থানীয় নেতারা।

আজকালের খবর/ওআর








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
শি-পুতিনের সঙ্গে বৈঠকে বসছেন মোদি
মতিঝিলে দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা
রাশিয়া-চীন সম্পর্ক ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে: পুতিন
নুরের খোঁজ নিলেন খালেদা জিয়া
গাজায় ইসরায়েলের হামলায় নিহত আরও ৭৭ ফিলিস্তিনি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জাকসু নির্বাচনে ছাত্র ইউনিয়ন ও ছাত্রফ্রন্টের 'সংশপ্তক' প্যানেল ঘোষণা
লাইট হাউজের বার্ষিক সাধারণ সভা ২০২৫ অনুষ্ঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় রেলওয়ে স্টেশনে যাত্রীদের জন্য নিরাপদ পানির ব্যবস্থা
আহত নুরকে দেখতে হাসপাতালে বিএনপি নেতা ড. মঈন খান
উখিয়ায় সেনা কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবক আটক
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft