প্রকাশ: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ৬:৪৭ পিএম

উখিয়ার ইনানী সমুদ্র সৈকতে দুই কিশোর শিক্ষার্থীর লাশ ভেসে ওঠায় এলাকায় শোক ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে।
শনিবার (৩০ আগস্ট) ভোরে সাগরের ভাটার সময় প্রথম লাশটি উদ্ধার করা হয়। নিহত শিক্ষার্থীর নাম মোহাম্মদ নাজমুল হাসান সায়েম (১৬)। তিনি মনখালী এলাকার বাসিন্দা নাজির হোছনের ছেলে এবং উপকূলীয় উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।
একইদিন দুপুরে কোস্টগার্ড ও স্থানীয়রা অপর শিক্ষার্থী হাবিবুল আবছারের (১৭) ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। হাবিবুল আবছার মনখালী বাঘঘোনা পাড়া গ্রামের নুর হোসনের পুত্র।
স্থানীয়রা জানিয়েছেন, ভাসমান লাশটি দেখতে পেয়ে তারা কোস্টগার্ডকে খবর দেন এবং মরদেহ তীরে নিয়ে আসা হয়। পরে আত্মীয়-স্বজন লাশ শনাক্ত করেন।
স্থানীয়রা জানান, শুক্রবার সকালে দুই শিক্ষার্থী বন্ধুদের সঙ্গে মাছ ধরতে যান। একপর্যায়ে দুজনই পানিতে ভেসে যান। প্রথমে সায়েমের লাশ উদ্ধার করা হয়, পরে হাবিবুলের লাশ পাওয়া যায়।
উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক বলেন, নিখোঁজ দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। আমরা স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে আইনি প্রক্রিয়া অনুযায়ী লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আজকালের খবর/ওআর