অবশেষে উখিয়ায় নিখোঁজ হওয়া দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার
উখিয়া প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ৬:৪৭ পিএম
উখিয়ার ইনানী সমুদ্র সৈকতে দুই কিশোর শিক্ষার্থীর লাশ ভেসে ওঠায় এলাকায় শোক ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে।

শনিবার (৩০ আগস্ট) ভোরে সাগরের ভাটার সময় প্রথম লাশটি উদ্ধার করা হয়। নিহত শিক্ষার্থীর নাম মোহাম্মদ নাজমুল হাসান সায়েম (১৬)। তিনি মনখালী এলাকার বাসিন্দা নাজির হোছনের ছেলে এবং উপকূলীয় উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।

একইদিন দুপুরে কোস্টগার্ড ও স্থানীয়রা অপর শিক্ষার্থী হাবিবুল আবছারের (১৭) ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। হাবিবুল আবছার মনখালী বাঘঘোনা পাড়া গ্রামের নুর হোসনের পুত্র।

স্থানীয়রা জানিয়েছেন, ভাসমান লাশটি দেখতে পেয়ে তারা কোস্টগার্ডকে খবর দেন এবং মরদেহ তীরে নিয়ে আসা হয়। পরে আত্মীয়-স্বজন লাশ শনাক্ত করেন।

স্থানীয়রা জানান, শুক্রবার সকালে দুই শিক্ষার্থী বন্ধুদের সঙ্গে মাছ ধরতে যান। একপর্যায়ে দুজনই পানিতে ভেসে যান। প্রথমে সায়েমের লাশ উদ্ধার করা হয়, পরে হাবিবুলের লাশ পাওয়া যায়।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক বলেন, নিখোঁজ দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। আমরা স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে আইনি প্রক্রিয়া অনুযায়ী লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আজকালের খবর/ওআর








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
ফোন করে নুরের শারীরিক অবস্থার খোঁজ নিলেন রাষ্ট্রপতি
গাজা সংঘাতে ৯০০ ইসরায়েলি সেনা নিহত
শি-পুতিনের সঙ্গে বৈঠকে বসছেন মোদি
মতিঝিলে দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা
রাশিয়া-চীন সম্পর্ক ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে: পুতিন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জাকসু নির্বাচনে ছাত্র ইউনিয়ন ও ছাত্রফ্রন্টের 'সংশপ্তক' প্যানেল ঘোষণা
আহত নুরকে দেখতে হাসপাতালে বিএনপি নেতা ড. মঈন খান
লাইট হাউজের বার্ষিক সাধারণ সভা ২০২৫ অনুষ্ঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় রেলওয়ে স্টেশনে যাত্রীদের জন্য নিরাপদ পানির ব্যবস্থা
বাংলাদেশের সংবিধানে পিআর নামক কোনো শব্দ নাই: সালাহউদ্দিন আহমদ
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft