প্রকাশ: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ৭:০৩ পিএম

কুড়িগ্রামের উলিপুরে উন্মুক্ত লটারির মাধ্যমে সেনাবাহিনীর তত্ত্বাবধানে ওএমএস (ওপেন মার্কেট সেলস) এবং খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। এই নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সেনাবাহিনীর কুড়িগ্রাম সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বুধবার (২৭ আগস্ট) সকাল ১১টা থেকে ৩টা পর্যন্ত এ লটারি অনুষ্ঠিত হয়। এতে উলিপুর উপজেলার ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভা থেকে আবেদন গ্রহণ করা হয় এবং এই আবেদনগুলি নিয়ে লটারি করা হয়।
এই ডিলার নিয়োগ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাংলাদেশ সেনাবাহিনীর কুড়িগ্রাম সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর শাহরিয়ার আহাদ, উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার সাহা, উপজেলা খাদ্য বিভাগ কর্মকর্তা মিসবাহুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা মোশাররফ হোসেন, উলিপুর থানার (ভারপ্রাপ্ত ওসি তদন্ত) নাজমুস সাকিব সজিব, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা রিয়াজুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক, হায়দার আলী মিঞা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা সেক্রেটারি হাফেজ তৌহিদুল ইসলাম তৌহিদ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, ১৩টি ইউনিয়ান ও একটি পৌরসভার আবেদনকারীরাসহ সর্ব স্তরের মানুষ।
আজকালের খবর/ওআর