কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে চলছে তিন দিনের ভর্তি মেলা
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ৮:৪৩ পিএম
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও সরকার অনুমোদিত পর্যটন শহরের একমাত্র বেসরকারি উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে চলছে তিন দিনব্যাপী ভর্তি মেলা। মেলা চলাকালে ভর্তি ফিতে দেওয়া হচ্ছে ৬০ শতাংশ ছাড়। রয়েছে স্কলারশিপসহ নানা সুযোগ সুবিধা। 

বুধবার (২৭ আগস্ট) সকালে ভর্তি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান লায়ন মোহাম্মদ মুজিবুর রহমান, ভিসি (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. তৌহিদ হোসেন চৌধুরী, ভাইস চেয়ারম্যান মাহবুবা সুলতানা শিউলি এবং ডিন প্রফেসর কাজী মুস্তাইন বিল্লাহ। এ সময় পরিচালক (এইচআর) খুরশিদুর রহমান, রেজিস্ট্রার রাজিদুল হক, প্রক্টর বদিউল আলমসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

ভর্তি মেলা উপলক্ষে বিশ্ববিদ্যালয় আঙিনায় বসানো হয়েছে আকর্ষণীয় স্টল। যেখানে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা তথ্য নিতে আসছে। স্টলে দায়িত্বগত শিক্ষক ও শিক্ষার্থীরা আন্তরিকতা সহকারে নানা তথ্য প্রদান করছেন। মেলার প্রথম দিনে অভূতপূর্ব সাড়া মিলেছে। ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয় ক্যাম্পাস। সুশৃঙ্খল ব্যবস্থাপনা ও মনোরম পরিবেশ দেখে উচ্ছ্বসিত তারা।

প্রসঙ্গত, কক্সবাজারে উচ্চ শিক্ষার বৈপ্লবিক পরিবর্তন আনতে ২০১৩ সালে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (সিবিআইইউ) এর যাত্রা শুরু হয়। মঞ্জুরী কমিশন ও শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন বিশিষ্ট শিক্ষানুরাগী লায়ন মোহাম্মদ মুজিবুর রহমান। প্রতিষ্ঠার পর থেতে দক্ষিণ চট্টগ্রামে বিশ্ববিদ্যালয়টি বেশ সাড়া ফেলে। শিক্ষা বিস্তারে রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা।

সিবিআইইউতে ৬টি বিষয়ে অনার্স কোর্স চালু রয়েছে। সেগুলো হলো- আইন, ইংরেজি, বিবিএ, ইসলামিক স্টাডিজ, কম্পিউটার সায়েন্স ও হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট। এছাড়া ইংরেজি, ইসলামিক স্টাডিজ ও বিজনেস এডমিনিস্ট্রেশনে রয়েছে মাস্টার্স প্রোগ্রাম। কম্পিউটার সায়েন্স, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স এবং হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট বিষয়ে ডিপ্লোমা কোর্সের সুযোগ আছে।

ডিন প্রফেসর কাজী মুস্তাইন বিল্লাহ জানান, সিবিআইইউতে রয়েছে দেশী-বিদেশী উচ্চতর ডিগ্রীধারী ও সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ শিক্ষক। পড়াশোনার পাশাপাশি বিভাগের ক্লাব ভিত্তিক কার্যক্রম শিক্ষার্থীদের দক্ষ হিসেবে গড়ে তুলছে।  

ভিসি প্রফেসর ড. তৌহিদ হোসেন চৌধুরী জানান, উচ্চ শিক্ষায় পিছিয়ে থাকা কক্সবাজারের সাথে বিশ্বের উন্নত বিশ্ববিদ্যালয়ের যোগসূত্র তৈরি করে এগিয়ে যাচ্ছে সিবিআইইউ। সিবিআইইউ কক্সবাজারের শিক্ষার মানকে প্রতিনিয়ত সমৃদ্ধ করছে। পাশাপাশি শিক্ষা বিস্তারে রাখছে ব্যাপক অবদান। 

বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান লায়ন মোহাম্মদ মুজিবুর রহমান জানান, নানাদিক বিবেচনায় আন্তর্জাতিকভাবে কক্সবাজার গুরুত্বপূর্ণ। কিন্তু, উচ্চশিক্ষায় এখানকার বাসিন্দারা অনেক পিছিয়ে। পর্যটন শহরকে শিক্ষা দীক্ষায় এগিয়ে নিতে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করা হয়েছে। 

খুব অল্প সময়ে সিবিআইইউ দেশের সেরা প্রতিষ্ঠানে রূপান্তর হবে মনে করে মুজিবুর রহমান আরো বলেন, দেশ ও বিশ্বের খ্যাতনামা বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রিধারী শিক্ষকরা এখানে পাঠদান করে থাকেন। ঢাকার নাম করা বিশ্ববিদ্যালয় থেকে কোনো ক্রমে পিছিয়ে নেই কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। 

আজকালের খবর/ওআর










http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
তিন দিন এগোল রাকসুর ভোট
রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়াল
দুঃখপ্রকাশ করলেন ডিএমপি কমিশনার, তদন্ত কমিটি গঠনের ঘোষণা
অধ্যাপক আনিসুজ্জামানের পরিচালনায় উডব্লক ছাপচিত্র কর্মশালার সমাপণী
আগুন নিয়ন্ত্রণে ভূমিকা রেখে সুনাম কুড়িয়েছে পুলিশ সদস্য রিটন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
গাজীপুরে বিএনপি নেতা আল আমিনের উদ্যোগে গাছের চারা বিতরণ
বরিশালের গৌরনদীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
সংস্কারে আর ছাড়ের পক্ষে নয় বিএনপি
চীন সফরে গেলেন এনসিপির ৮ নেতা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft