প্রকাশ: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ৪:৫৪ পিএম

আসন্ন জাকসু (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ) নির্বাচনে প্রার্থীদের জন্য বাধ্যতামূলক ডোপ টেস্টের দাবিতে আমরণ অনশন শুরু করেছেন ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদপ্রার্থী রাব্বি হাসান।
বুধবার (২৭ আগস্ট) দুপুর দেড়টায় জাকসু নির্বাচন কমিশনের কার্যালয়ের সামনে তিনি এই অনশনে বসেন। রাব্বি হাসান বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
রাব্বি হাসান অভিযোগ করে বলেন, ‘নির্বাচন কমিশনের নীতিমালায় প্রার্থীদের জন্য ডোপ টেস্ট বাধ্যতামূলক হলেও, বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত তা কার্যকর করতে কোনো পদক্ষেপ নেয়নি।’
তিনি আরও বলেন, ‘ডোপ টেস্ট শুধু একজন প্রার্থীর শারীরিক ও মানসিক সুস্থতার প্রমাণই নয়, এটি জাকসুকে সন্ত্রাস, মাদক ও অপসংস্কৃতিমুক্ত রাখার একটি অপরিহার্য শর্ত। আমরা এমন নেতৃত্ব চাই, যারা শারীরিকভাবে সুস্থ এবং মূল্যবোধসম্পন্ন।’
তিনি প্রশাসনের এই উদাসীনতাকে নির্বাচনের স্বচ্ছতা ও ন্যায্যতা নিয়ে প্রশ্ন তোলার শামিল বলে উল্লেখ করেন। তার একমাত্র দাবি, অবিলম্বে সকল প্রার্থীর বাধ্যতামূলক ডোপ টেস্ট নিশ্চিত করে এর ফলাফল স্বচ্ছভাবে প্রকাশ করা হোক।
রাব্বি হাসান এই লড়াইকে ভবিষ্যৎ নেতৃত্বের মান রক্ষার লড়াই হিসেবে উল্লেখ করে সকলের প্রতি এই ন্যায়সংগত দাবির পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান।
উল্লেখ্য, জাকসু নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৮ আগস্ট, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ২৯ আগস্ট এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১১ সেপ্টেম্বর।
আজকালের খবর/ওআর