বেগম জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে
ভ্যানচালকদের মাঝে ইবি জিয়া পরিষদের রেইনকোট বিতরণ
রবিউল আলম, ইবি
প্রকাশ: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ৫:৫৬ পিএম
সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র ৮১তম জন্মদিন উপলক্ষ্যে এবং তার সুস্থতা কামনায় জিয়া পরিষদ, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে ভ্যানচালকদের মধ্যে রেইনকোট বিতরণ করা হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের বাংলা মঞ্চে আনুষ্ঠানিক ভাবে বিতরণ করা হয়। এতে ১৫০ জন ভ্যানচালকদের দেওয়া হয়েছে বলে জানা গেছে। 

ইবি জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. রফিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী ও ট্রেজারার অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম।

এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির মহাসচিব অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন, অধ্যাপক ড. মো. আলীনূর রহমান, অধ্যাপক ড. মোহা. তোজাম্মেল হোসেন, অধ্যাপক ড. এ. কে. এম. মতিনূর রহমান, অধ্যাপক ড. জাকির হোসেন, জিয়া পরিষদ কর্মকর্তা ইউনিটের সভাপতি এস্টেট অফিস প্রধান মোহা. আলাউদ্দিন, জাতীয়তাবাদী কর্মকর্তা-কর্মচারী ফোরামের সভাপতি মো. আব্দুল মঈদ বাবুল এবং জাতীয়তাবাদী ছাত্রদল ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক সাহেদ আহম্মেদ।

বিশেষ অতিথি ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ‘আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি। ভালো কাজগুলো অব্যাহত থাকুক।’

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী বলেন, ‘ফ্যাসিস্টমুক্ত দেশ বর্তমানে অনেকটাই নিরাপদ। দেশকে যে ঐক্যবদ্ধ থাকতে হবে তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯দফায় উল্লেখ আছে। তিনি আরও বলেন, মাটি ও মানুষের মা বেগম খালেদা জিয়ার জন্য রেইনকোট বিতরণ যথেষ্ট নয়। মেহনতি মানুষ সহ সকল শ্রেণির মানুষের পাশে দাঁড়াতে হবে। শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে মানবতার সেবায় অংশ নিতে হবে।’ 

প্রধান অতিথির অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেছেন, ‘দলের চেয়ে দেশ বড় যদি হয়, আমাদের রাজনীতি-চিন্তাভাবনা-কর্ম সব কিছুই জনগণের উদ্দেশ্যে হবে। মানুষের জন্য যদি আমরা রাজনীতি এবং কর্মকাণ্ড পরিচালনা করতে পারি, সেখানেই আমাদের সফলতা। তাহলেই সুখী-সুন্দর-সমৃদ্ধ বাংলাদেশ আমরা পাবো; যে বাংলাদেশ ‘প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ’ এই প্রত্যয়ের সাথে যুক্ত।’

উপাচার্য বলেন, ‘জাতীয়তাবাদী দলের রাজনীতি যারা করেন, তাদের আসলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে পড়তে হবে। তাহলে ব্যক্তিগত লোভ-লালসা-পাওয়ার আকাঙ্খা থাকবে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুপস্থিত রেখে জাতীয়তাবাদী দলের কর্মকাণ্ড চলতে পারবে না, মানুষের প্রত্যাশাও পূরণ করতে পারবে না। মহান আল্লাহ তায়ালার কাছে বেগম খালেদা জিয়ার সুস্থতা প্রার্থনা করে তিনি প্রত্যাশা ব্যক্ত করে বলেন, বেগম খালেদা জিয়া আগামী দিনে দেশ পরিচালনা করবেন, আরও দীর্ঘ দিন জনগণকে নেতৃত্ব দিবেন।’

আজকালের খবর/ওআর










http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
তিন দিন এগোল রাকসুর ভোট
রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়াল
দুঃখপ্রকাশ করলেন ডিএমপি কমিশনার, তদন্ত কমিটি গঠনের ঘোষণা
অধ্যাপক আনিসুজ্জামানের পরিচালনায় উডব্লক ছাপচিত্র কর্মশালার সমাপণী
আগুন নিয়ন্ত্রণে ভূমিকা রেখে সুনাম কুড়িয়েছে পুলিশ সদস্য রিটন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
গাজীপুরে বিএনপি নেতা আল আমিনের উদ্যোগে গাছের চারা বিতরণ
সংস্কারে আর ছাড়ের পক্ষে নয় বিএনপি
বরিশালের গৌরনদীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
চীন সফরে গেলেন এনসিপির ৮ নেতা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft