পেছাল রাকসু নির্বাচন
রাজশাহী ব্যুরো
প্রকাশ: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ৩:০৬ পিএম
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও হল সংসদ নির্বাচনের নতুন তফসিল ঘোষণা করা হয়েছে। এই তফসিল অনুযায়ী ভোট হবে আগামী ২৮ সেপ্টেম্বর। 

বুধবার (২৭ আগস্ট) দুপুর ১২টায় রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

নতুন এই তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বিতরণ করা হবে ৩১ আগস্ট, মনোনয়নপত্র দাখিল, ১ সেপ্টেম্বর, ৪ সেপ্টেম্বর ও ৭ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই ৮ ও ৯ সেপ্টেম্বর, প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ ১১ সেপ্টেম্বর, প্রার্থীদের আপত্তি ও নিষ্পত্তি  ১৪ সেপ্টেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহার ১৫ সেপ্টেম্বর, প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ ১৬ সেপ্টেম্বর।

এ দিকে এই তফসিল ঘোষণার পর সাধারণ শিক্ষার্থীরা প্রতিবাদ জানিয়ে বলেছেন বিশেষ দলের ছাত্র সংগঠনের প্রতিনিধিদের সুবিধা দিতে ভোট পেছানো হয়েছে।

অন্যদিকে, ক্রিয়াশীল ছাত্রসংগঠনগুলোর বেশ কিছু দাবি ও ছাত্রদলের দুই মাস সময় চাওয়ার অনুরোধের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ও বুধবার জরুরি সভায় বসে নির্বাচন কমিশন। পরবর্তী নির্বাচন কমিশন ২৮ সেপ্টেম্বর ভোট গ্রহণের সিদ্ধান্ত নেন।

এর আগে সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে মোট ১৫৮ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে রাকসু নির্বাচনে ১৩৯ জন ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে ১৯ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন। 

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
কমিটি প্রত্যাখ্যান, ৫ দাবি ঘোষণা প্রকৌশল শিক্ষার্থীদের
ঋতাভরীকে নিয়ে প্রথমবার অস্কারে পাপুয়া নিউগিনি
বাগদান সেরেছেন মাইকেল জ্যাকসনের ছেলে
নজরুল প্রয়াণ দিবসে বিটিভিতে ‘আলেয়া’ ও অন্যান্য
১০৫-এ ‘ঢাকার ভানু’
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কর্মী সাপ্লাই চক্রের টার্গেটে ব্যারিস্টার, টাকা আদায়ে মিথ্যা মামলা!
শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
চট্টগ্রামে বিএনপি-জামায়াতের দফায় দফায় সংঘর্ষে আহত ১২
আজ থেকে ভারতের ওপর ৫০ শতাংশ শুল্কবোঝা শুরু
শাহবাগে প্রকৌশল শিক্ষার্থীদের বিক্ষোভ
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft