কর্মী সাপ্লাই চক্রের টার্গেটে ব্যারিস্টার, টাকা আদায়ে মিথ্যা মামলা!
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ১১:০০ এএম

ব্যারিস্টার মুহাম্মদ ওমর সোয়েব চৌধুরী

ব্যারিস্টার মুহাম্মদ ওমর সোয়েব চৌধুরী

রাজধানীতে আবারো সক্রিয় হয়ে উঠেছে কথিত কাজের মেয়ে বা গৃহকর্মী সাপ্লাই চক্রনানা কৌশলে তারা পরিবারের মধ্যে গৃহকর্মী ঢুকিয়ে দিয়ে পরে মিথ্যা নির্যাতনের অভিযোগ তুলে ব্ল্যাকমেইল করে টাকা আদায়ের চেষ্টা করছে। এবার সেই চক্রের টার্গেট হয়েছেন ব্যারিস্টার মুহাম্মদ ওমর সোয়েব চৌধুরী। তার বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ এনে গুলশান থানায় মামলা দায়ের করা হয়েছে।

তবে ব্যারিস্টার ওমর সোয়েবের দাবি, এটি সম্পূর্ণ সাজানো অভিযোগ এবং মূল উদ্দেশ্য আর্থিক সুবিধা নেওয়া। প্রকৃতপক্ষে একটি দালালচক্র ও অসাধু অভিভাবকদের যোগসাজসে আমাকে টার্গেট করে মামলা সাজানো হয়েছে। অভিযোগকারীদের মূল্য উদ্দেশ্য ছিল কেবল আর্থিক সুবিধা আদায় করা।


রবিবার (২৪ আগস্ট) ব্যারিস্টার মুহাম্মদ ওমর সোয়েব চৌধুরীর পক্ষ থেকে দেওয়া এক জবানবন্দিতে আনিত অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করা হয়।


ব্যারিস্টার ওমর সোয়েব বলেন, কাজের মেয়ের শরীরে আগেই থাকা পুরোনো পোড়া দাগ ও আঘাতকে নতুন নির্যাতনের ঘটনা বানিয়ে আমার নামে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এটি সম্পূর্ণ সাজানো অভিযোগ এবং মূল উদ্দেশ্য আমার কাছ থেকে আর্থিক সুবিধা নেওয়া। একইসঙ্গে আমাকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ করা।


তিনি বলেন, তিশা বেগম নামের এক গৃহকর্মী ছয় মাস আগে ও সুমাইয়া নামের আরেকজন দুই মাস আগে আমার বাসায় কাজ শুরু করে। মোহাম্মদ রইস নামের এক দালালের মাধ্যমে তারা আমার বাসায় কাজ করতে আসে। সে সময়েই আমরা লক্ষ্য করি, তাদের দুজনের শরীরের বিভিন্ন স্থানে অনেক পুরোনো ক্ষতচিহ্ন, আঘাত ও পোড়া দাগ ছিল। তাদের এ অবস্থা দেখে রইসকে জানিয়েছিলাম, এই দুইজনকে গৃহকর্মী হিসেবে রাখতে চাই না। সেই সময় দালাল জানিয়েছিল, তিশার বাবা-মা নিয়মিত মারধর করত এবং এলাকায় চুরি করতে গিয়ে গণপিটুনিও খেয়েছে। একইভাবে সুমাইয়ার শরীরেও পুরোনো আঘাতের দাগ ছিল, যা আগের কর্মস্থল থেকে হয়েছে। তাদের দুইজনের শরীরের দাগ পুরোনো। অভিযুক্তদের মামলার পরিপ্রেক্ষিতে তিশার ডাক্তারি রিপোর্টেও ‘ওল্ড বার্ন’ উল্লেখ করা আছে; যা সাত মাস আগের দাগকে নির্দেশ করে। তবে রিপোর্টে ‘সাত মাস আগের’ উল্লেখ থাকলেও পরে সেটি কেটে দেওয়া হয়।


তিনি আরো বলেন, গত ১৬ আগস্ট তিশার বাবা মহাখালী বাস টার্মিনাল থেকে নিজ হাতে তাদের (তিশা ও সুমাইয়া) নিয়ে যান। সে সময় তিশার বাবাকে স্বেচ্ছায় নগদ ১০ হাজার টাকা দিই এবং তার বোনের বিয়ের উপহার হিসেবে আমার স্ত্রী একটি স্বর্ণের নাকফুল দেয়। সেদিন তারা কোনো অভিযোগ তোলেনি। কিন্তু বাড়ি ফিরে তারা ১৭ আগস্ট থেকে আরো টাকা দাবি করা শুরু করে। টাকা না দেওয়াতেই সাজানো ও মিথ্যা মামলা করা হয়। থানায় অভিযোগ করার পর আমাকে তিশার বাবা সরাসরি জানানটাকা দিলে অভিযোগ তুলে নেওয়া হবে।’ এ বিষয়ে আমার কাছে ভিডিও প্রমাণও রয়েছে। আমার গৃহপরিচারিকা জাহানারা বেগম ও ব্যক্তিগত ড্রাইভার জাহিদ প্রত্যক্ষদর্শী সাক্ষ্য হিসেবে রয়েছেন।


ব্যারিস্টার সোয়েব অভিযোগ করেন, পুলিশের আচরণও পক্ষপাতমূলক ছিল। গত ১৮ আগস্ট রাত ৩টার দিকে থানায় হাজির হতে বলা হয় এবং সরাসরি গ্রেপ্তারের হুমকি দেওয়া হয়। অথচ মামলার মূল তথ্য-প্রমাণে অসঙ্গতি রয়েছে। প্রথমে অভিযোগে বলা হয় তিনি একাই নির্যাতন করেছেন, পরে বলা হয় তিনি ও তার স্ত্রী মিলে মারধর করেছেন। সাংবাদিকদের কাছেও ভিন্ন ভিন্ন কথা বলেছে সেই দুই মেয়ে।


তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, আমি আইনজীবী, আমি আইন জানি। যদি সত্যিই নির্যাতন করতাম, তবে কেন তাদের চিকিৎসা না করিয়ে বাবার হাতে তুলে দিতাম?


সবশেষে ব্যারিস্টার সোয়েব বলেন, পুরো ঘটনাটি একটি সংঘবদ্ধ চক্রের কাজ। তারা প্রথমে কাজের মেয়ে সরবরাহ করে, পরে পরিবারের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনে সাজানো মামলা দিয়ে ব্ল্যাকমেইল করে অর্থ আদায়ের চেষ্টা করে। এটি একটি সংঘবদ্ধ দালাল চক্রের কৌশল।


তিনি আদালত ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে বলেন, আমার ও আমার পরিবারের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও সাজানো। প্রকৃত অপরাধী এই দালাল চক্রের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হোক।


এ প্রসঙ্গে ব্যারিস্টার সোয়েবের স্ত্রী ফাতেমা বেগম সাথী বলেন, আমার স্বামী কাউকে মারেনি। আমার স্বামী নিজ সন্তানদের সময় দিতে পারেন না, অন্যকে মারধরের প্রশ্নই আসে না। আমার স্বামীর বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ আমলে নিয়ে মামলা দায়েরে করা হয়েছে। আমি থানায় গিয়ে এ বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। কিন্তু তিনি আমার কথা শুনেননি। এমনকি অভিযোগকারীদের সঙ্গে নিয়ে আলোচনা করে বিষয়টি সমাধান করার সুযোগও দেননি। তিনি জোরপূর্বক মামলা দায়ের করতে অভিযোগকারীদের সহায়তা করেছেন।


তিনি আরো বলেন, আমার স্বামী বা আমরা কাউকে মারিনি, আমাদের ফাঁসানো হচ্ছে। এ ঘটনার সঙ্গে সংঘবদ্ধ দালাল চক্র জড়িত রয়েছে। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।


এ বিষয়ে জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা গুলশান থানার উপ-পরিদর্শক মো. জসিম উদ্দিন বলেন, মামলার তদন্ত চলমান রয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

প্রসঙ্গত, গত ১৯ আগস্ট রাজধানীর গুলশান থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ৪(২)(খ) ধারায় ব্যারিস্টার মুহাম্মদ ওমর সোয়েব চৌধুরীর বিরুদ্ধে মামলা দায়ের করেন তিশার বাবা জুয়েল মিয়া।


আজকালের খবর/আরইউ








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
সিলেটে অবৈধভাবে বালু-পাথর উত্তোলন, সংরক্ষণ, পরিবহন ও বিক্রয়ে নিষিদ্ধের ঘোষণা
মাদরাসা ছাত্রীকে ধর্ষণের পরে হত্যা মামলা, ১ জনের মৃত্যুদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত
সোনাগাজীতে গরু চোর, মাদক কারবারীসহ ২ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
উলিপুরে সেনাবাহিনী কর্তৃক ওএমএস খাদ্য বান্ধব ডিলার নিয়োগ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কর্মী সাপ্লাই চক্রের টার্গেটে ব্যারিস্টার, টাকা আদায়ে মিথ্যা মামলা!
শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
চট্টগ্রামে বিএনপি-জামায়াতের দফায় দফায় সংঘর্ষে আহত ১২
আজ থেকে ভারতের ওপর ৫০ শতাংশ শুল্কবোঝা শুরু
রংপুরে আবু সাঈদ হত্যা: ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক বিচার শুরু আজ
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft