প্রকাশ: বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ৫:৫১ পিএম

জাতীয়তাবাদীদল বিএনপির অন্যতম সংগঠন স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে মুন্সীগঞ্জের সিরাজদিখাঁনে বর্ণাঢ্য র্যালি করেছে উপজেলা বিএনপির বিভিন্ন সংগঠন ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (২০ আগস্ট) বেলা ১টার দিকে উপজেলা বিএনপির কার্যালয়ে থেকে বের করা হয় বর্ণাঢ্য র্যালি।
এর আগেই দলীয় নানারকম ব্যানার ফেস্টুন হাতে নিয়ে এসে মিছিলে যোগদেন নেতাকর্মীরা। পরে উপজেলা বিএনপির সভাপতি,আলহাজ্ব শেখ মোহাম্মদ আব্দুল্লাহ নেতৃত্বে শুরু হয় র্যালি।
এ সময় র্যালিতে কয়েক শতাধিক বিএনপি নেতাকর্মীর অংশগ্রহণে,দলীয় স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। এরপর র্যালিটি বিভিন্ন সড়ক ঘুরে উপজেলার ইছাপুরা এলাকায় গিয়ে শেষ হয়।
পরে এক সংক্ষিপ্ত সমাবেশে,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে,তারুণ্য নির্ভর আগামী নতুন বাংলাদেশ বিনির্মাণের আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন,স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডাঃ জাহিদুল কবির জাহিদ,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক,এম হায়দার আলী, জেলা বিএনপির সদস্য আতাউর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক,সিদ্দিক মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি,আজিজুল ইসলাম,সাধারণ সম্পাদক,শেখ রাসেল,সহ জেলা ও উপজেলা বিএনপির সিনিয়র নেতাকর্মীরা।
আজকালের খবর/বিএস