
বরিশালের গৌরনদীতে ই-ডটকো কোম্পানির মোবাইল টাওয়ারে চুরির চেষ্টা করাকালীন সময় স্থানীয় জনসাধারণ এক চোরকে আটক করে পুলিশে সোপর্দ করেন। পরবর্তীতে ই-ডটকো কোম্পানির প্রতিনিধি বাদী হয়ে গৌরনদী মডেল থানায় তার বিরুদ্ধে প্রচলিত আইনে একটি চুরি মামলা দায়ের করেন।
মামলার সূত্র ধরে জানা যায়, গতকাল মঙ্গলবার িদবাগত রাত ১টার দিকে গৌরনদী থানাধীন কটকস্থল এলাকার ই-ডটকো টাওয়ার (কোড নং BSGND23)-এর তালা ভেঙে ভিতরে প্রবেশ করে একদল চোর। এ সময় টাওয়ারের দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তা প্রহরী মো. জিয়াউল সরদার চোরদের উপস্থিতি টের পেয়ে বাধা দেন।
তখন আসামী সাবু শেখ (৩৬), পিতা-হাজী ছত্তার শেখ, সাং- কসলিয়া (কলিয়া) পালানোর চেষ্টা করলে স্থানীয়দের সহায়তায় তাকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। পরে খবর পেয়ে গৌরনদী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আটককৃত আসামিকে থানায় নিয়ে যায়। এসময় তার কাছ থেকে চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়, যার মধ্যে ছিল কাটিং প্লাস, স্ক্রু ড্রাইভার, গ্রিল কাটার রড, পাইপ, নাইলন দড়ি সহ অন্যান্য সরঞ্জাম।
গ্রেপ্তারকৃত আসামি সাবু শেখ পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছেন যে, সে ও তার সহযোগী মো. বায়জিদ শেখ (২৪), পিতা-আইয়ুব আলী শেখ, সাং-কলিয়া, মো. শহর আলী মোল্লা (২৬), পিতা- মৃত আব্দুল আলী মোল্লা, সাং-মনিরন্দি, মো. সাইফুল ইসলাম ওরফে রমজান (২৯), পিতা-আবু তাহের খান, সাং-মেল্লাদি, মুকসুদপুর, গোপালগঞ্জ, আবু হানিফ (৩০), পিতা-মো. কোরবান আলী মোল্লা, সাং-শিকারপুর, দেবীগঞ্জ, পঞ্চগড় (বর্তমানে ভাড়া থাকে গোপিনাথপুর, মুকসুদপুর, গোপালগঞ্জ) সহ আরো ৩/৪ জন মিলে টাওয়ারে চুরির চেষ্টা চালায়। তবে তারা পালিয়ে যেতে সক্ষম হয়।
পুলিশ সূত্রে জানা যায় পলাতক আসামিরা দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চোর চক্রের সক্রিয় সদস্য এবং তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় চুরি ও ডাকাতি প্রস্তুতির একাধিক মামলা রয়েছে। স্থানীয়দের ধাওয়া খেয়ে আটক কালে সাধু শেখ আহত হলে তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় ই-ডটকো সার্ভিস লিমিটেডের এরিয়া ম্যানেজার মো. জালাল ফরাজী (৭৩) বাদী হয়ে গৌরনদী মডেল থানায় একটি চুরি মামলা দায়ের করেন।
গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মো. তরিকুল ইসলাম জানান গ্রেপ্তার আসামিকে একই দিন বিকেলে বিজ্ঞ আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে। পাশাপাশি বাকী আসামীদের গ্রেপ্তারে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।
আজকালের খবর/ওআর