প্রকাশ: বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ৪:৪০ পিএম

উলিপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ আগস্ট) সকাল ১১টায় স্বেচ্ছাসেবক দলের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। র্যালিটি বিএনপি কার্যালয়ে থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে শহীদ মিনার চত্তরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্বেচ্ছাসেবক দলের উলিপুর উপজেলা শাখার আহ্বায়ক মো. মাসুম বিল্লার সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুর স্বেচ্ছাসেবক দলের প্রচার সম্পাদক মো. আখতারু জ্জামান রনি, ১ নং যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম কাজল, কুড়িগ্রাম জেলার আহ্বায়ক আরমান হোসেন, উলিপুর উপজেলা শাখার সদস্য সচিব রাজ্জাকুল ইসলাম রিপন, সদস্য সচিব উলিপুর পৌর শাখা হামিদুল ইসলাম হামিদ, উলিপুর পৌর শাখার আহ্বায়ক রাঙ্গা জামান, যুগ্ম আহ্বায়ক পৌর শাখা মো. গোলাম মোস্তফা বুলেট। এছাড়া
র্যালিতে উপজেলার স্বেছাসেবক দলের সকল ইউনিয়নের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
রংপুর স্বেচ্ছাসেবক দলের প্রচার সম্পাদক মো. আখতারু জ্জামান রনি বলেন, আগামী ফেব্রুয়ারিতে দেশে নির্বাচন হবে। সেই নির্বাচনে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা বিএনপি মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে নিরসল পরিশ্রম করবেন।
আলোচনা সভা শেষে উপজেলা বিএনপি কার্যালয়ে বৃক্ষরোপণের শুভ উদ্বোধন করেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ফরেন এ্যাডভাইজারি কমিটির সদস্য ও কুড়িগ্রাম বিএনপির সাবেক সভাপতি তাসভীর উল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন-
উলিপুর বিএনপির সদস্য সচিব হায়দার আলী মিয়া, যুগ্ম-আহ্বায়ক এরশাদুল হাবিব নয়ন, উলিপুর পৌর বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ প্রমুখ।
পরে শহরের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানসহ ডাস্টবিন শহরের বিভিন্ন স্থানে রাখা হয়।
আজকালের খবর/ওআর