প্রকাশ: বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ৩:১৯ পিএম

কক্সবাজারের টেকনাফ পৌরসভার আলোচিত মানবপাচার চক্রের মূলহোতা জাবের ও শামসুল আলম নামের দুই মানবপাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ২ বিজিবি ব্যাটালিয়ন।
আটক মানবপাচারকারীরা হলেন- টেকনাফ পৌরসভার নাইট্যং পাড়া এলাকার বাসিন্দা আব্দুল জব্বারের ছেলে আলমগীর হোসেন (জাবেদ) (৩৫) ও একই এলাকার হাবিবুর রহমানের ছেলে শামসুল আলম (৪৫)।
মঙ্গলবার (১৯ আগস্ট) গভীর রাতে টেকনাফ পৌরসভার ১নং ওয়ার্ড নাইট্যং পাড়া এলাকায় একটি বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালনা করে দু’জন মানবপাচারকারীকে আটক করা হয়।
এদিকে গণমাধ্যমে এমন তথ্য নিশ্চিত করে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান, স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদের সূত্রে জানা যায় যে অবৈধ পথে রোহিঙ্গাদেরকে পাচার করে টাকার বিনিময়ে এফডিএমএন ২৭ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পে এ পাঠানো হচ্ছে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পাচারকারীদের অপতৎপরতা রুখতে ২ বিজিবির বেশ কয়েকটি অভিযানিকদল এবং নিজস্ব গোয়েন্দারা মাঠে নামে, পরে একটি সাঁড়াশি অভিযান পরিচালনা করে। দু’জন মানবপাচারকারীকে আটক করতে সক্ষম হয় ২ বিজিবি ব্যাটালিয়ন।
তিনি আরও জানান, উক্ত আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে মানব পাচারের বেশকিছু বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য ও দিয়েছে। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে চক্রের অন্যান্যদের ধরতে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। পাশাপাশি গ্রেপ্তার ২ জন আসামিকে প্রচলিত আইন অনুসারে স্থানীয় থানায় হস্তান্তর এবং মামলা রুজু করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
আজকালের খবর/ওআর