প্রকাশ: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ৭:৩৮ পিএম

রাজবাড়ীর পাংশায় জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে। সোমবার (১৮ আগস্ট) উপজেলা পরিষদ হলরুমে আনুষ্ঠানিক উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা সাঈদ আহমেদ সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এস.এম. আবু দারদা।
বিশেষ অতিথি ছিলেন- উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পৃথ্বীজ কুমার দাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. এবাদত হোসেন এবং উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ তোফাজ্জল হোসেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার মো. রবিউল ইসলাম।
উদ্বোধনের আগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ অবমুক্ত করা হয়। এ সময় তিনজন সফল মৎস্য চাষীকে সনদপত্র ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
আজকালের খবর/ওআর