প্রকাশ: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ৬:৫৮ পিএম

নারীর ন্যায়বিচারে প্রবেশাধিকার ও অংশগ্রহণ নিশ্চিত না হলে নারী নির্যাতন এবং সহিংসতা হ্রাস পাবে না বলে মন্তব্য করেছেন কুমিল্লা জেলা লিগ্যাল এইড কর্মকর্তা ও সিনিয়র সহকারী জজ মো. জাহিদ হোসাইন।
সোমবার (১৮ আগস্ট) সকাল ১১টায় দেবীদ্বার উপজেলার ৪ নং সুবিল ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ‘ন্যায়বিচারে নারীর প্রবেশাধিকার প্রকল্পের’ আওতায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘নিজেরা করি’-এর আয়োজনে এবং জিআইজেড বাংলাদেশ-এর সহযোগিতায় অনুষ্ঠিত কর্মসূচীর উদ্বোধনী সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘প্রত্যন্ত অঞ্চলের বহু নারীই জানেন না রাষ্ট্রের কাছে তাদের কী কী অধিকার রয়েছে। এই অজ্ঞতার সুযোগ নিয়ে তারা বঞ্চিত হচ্ছেন।’
অনুষ্ঠানে সুবিল ইউনিয়নের চেয়ারম্যান গোলাম সারওয়ার মুকুল ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- দেবীদ্বার থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল হাসান, ‘নিজেরা করি’ সংস্থার কুমিল্লা অঞ্চল সমন্বয়ক আব্দুল জব্বারসহ ভূমিহীন সংগঠনের নেতৃবৃন্দ। কর্মসূচীতে মোট ৪১জন ভুক্তভোগী বিনামূল্যে আইনি পরামর্শ গ্রহণ করেন। এর মধ্যে জেলা লিগ্যাল এইড কর্মকর্তা ও ব্লাস্টের জেলা সমন্বয়কারী ১৬ জনকে লিগ্যাল এইডে স্থানান্তরিত করেন।
ব্লাস্ট কুমিল্লার জেলা সমন্বয়কারী অ্যাডভোকেট মো. সানাউল্লাহ বলেন, ‘অস্বচ্ছল, বঞ্চিত নারী-শিশু, প্রতিবন্ধী, রূপান্তরিত লিঙ্গ এবং প্রান্তিক জনগোষ্ঠীর বিনামূল্যে আইনি সহায়তা নিশ্চিত করতে কমিউনিটি ভিত্তিক লিগ্যাল এইড ক্যাম্প বাস্তবায়িত হয়েছে।’
কর্মসূচীর সঞ্চালনায় ছিলেন প্রকল্পের মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন অফিসার গৌতম দে সরকার।
আজকালের খবর/ওআর