নানা আয়োজনে সোনাতলায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন
সোনাতলা (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ৬:৪২ পিএম
‌‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো বগুড়ার সোনাতলায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ (১৮-২৪ আগস্ট) বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে। এ উপলক্ষে সোমবার (১৮ আগস্ট) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামাণিক। তিনি বলেন, ‘দেশীয় মাছ রক্ষায় অভয়াশ্রম গড়ে তোলা সময়ের দাবি। মাছ শুধু প্রোটিনের যোগানই নয়, বরং এটি আমাদের অর্থনীতি ও জীবিকার অন্যতম চালিকাশক্তি। সরকারের পাশাপাশি সাধারণ মানুষের অংশগ্রহণ ছাড়া এ খাতের উন্নয়ন সম্ভব নয়।’

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আরিফুজ্জামানের সভাপতিত্বে এবং উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা রোকসানার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উপজেলা কৃষি কর্মকর্তা মো. সোহরাব হোসেন, পৌর বিএনপির সভাপতি আবু নাসের ওয়াহেদ নোবেল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুল ইসলাম রাজ্জাক।

বক্তারা বলেন, মৎস্য খাত জাতীয় আয়ের একটি গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মৎস্যচাষে আরও অগ্রগতি সম্ভব। সবাই একসঙ্গে কাজ করলে দেশি মাছের ভাণ্ডার আবারও সমৃদ্ধ হবে।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নুসরাত জাহান লাকী, উপজেলা প্রকৌশলী মো. আতিকুর রহমান তালুকদার, মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা মাইনুল হক, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা বাবলা, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক পাভেল আহমেদ, পৌর যুবদলের আহ্বায়ক হারুন অর রশিদ, উপজেলা মৎস্য দলের সভাপতি মো. নুরুল ইসলাম, পৌর সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তোহাদ্দেত হোসেন বাবুল, পৌর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিজানুর রহমান বাবু, ছাত্রদলের সাধারণ সম্পাদক জরিফুল ইসলাম, উপজেলা জিসাসের সাংগঠনিক সম্পাদক মো. মাসুদ রানা প্রমুখ।

আলোচনা সভা শেষে উপজেলার সফল ও কৃতি মৎস্যচাষিদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। 

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মাছের পোনা অবমুক্তকরণ, প্রদর্শনী, র‌্যালি, জনসচেতনতা বৃদ্ধি কার্যক্রমসহ নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে আয়োজকরা জানান।

আজকালের খবর/ওআর









http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
দ্বিতীয় তিস্তা সেতু চালু বুধবার, সুফল পাবে উত্তরবঙ্গ
২০০০ কোটি টাকা দেনা রেখে ৯৩৭ কোটির রেকর্ড মুনাফা দেখালো বিমান
ডাকসু নির্বাচন: কেন্দ্রীয় ও হলে প্রার্থী ১৭৯১
পাংশায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন
সিলেটের নতুন ডিসি সারওয়ার আলম
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
দেখামাত্র গুলির নির্দেশ: বার্তা ফাঁসকারী পুলিশ সদস্য গ্রেপ্তার
বেক্সিমকোর পর নাসা গ্রুপকেও সহায়তার সিদ্ধান্ত সরকারের
ওয়াকিটকি কেনায় অনিয়মের অভিযোগে ডিএনসিসিতে দুদকের অভিযান
চট্টগ্রামে পিকআপ-কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ৫
বরগুনায় তিন শতাধিক বই পুড়িয়ে দিলো পলিটেকনিকের শিক্ষার্থীরা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft