প্রকাশ: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ৬:২৩ পিএম

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৩০ হাজার পিস ইয়াবা ও ১টি ইজিবাইকসহ একজন মাদক পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। সোমবার (১৮ আগস্ট) দুপুর ১টার দিকে টেকনাফ সদরের মহেশখালিয়া পাড়া সংলগ্ন মেরিন ড্রাইভ এলাকায় একটি ইজিবাইক তল্লাশি করে এই ইয়াবা উদ্ধার করা হয়।
এদিকে গণমাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার বিএন সিয়াম-উল-হক।
কোস্টগার্ডের ওই কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক সদরের মহেশখালিয়া পাড়া সংলগ্ন মেরিন ড্রাইভ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক একটি ইজিবাইক তল্লাশি করে প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৩০ হাজার পিস ইয়াবাসহ ১ জন মাদক পাচারকারীকে আটক করতে সক্ষম কোস্টগার্ড।
তিনি আরো বলেন, জব্দকৃত ইয়াবা, ইজি বাইক ও আটক আসামির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি মাদক পাচার রোধে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
আজকালের খবর/ওআর