উলিপুরে জাতীয় মৎস্য সপ্তাহ পালন
‎উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ৬:৩২ পিএম
‎‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ প্রতিপাদ্যে কুড়িগ্রামের উলিপুর উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ পালন করা হয়েছে।‎সোমবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলা প্রশাসন ও সিনিয়র মৎস্য কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে একটি র‍্যালি উপজেলা চত্বর প্রদক্ষিণ করেন। এরপর উপজেলা পরিষদের পুকুরে পোনামাছ অবমুক্ত করা হয়।
‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন কুমার সাহা। এ সময় উপজেলা পরিষদ হলরুমে সিনিয়র মৎস্য কর্মকর্তা শামীমা আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা কৃষি কর্মকর্তা মোশাররফ হোসেন, বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হোসেন চাঁদ, উপজেলা মৎস্যজীবী দলের আহবায়ক হামিদুল ইসলাম প্রমুখ।
‎বক্তারা বলেন, মৎস্য খাত দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বর্তমান সরকার মাছ চাষে আধুনিক প্রযুক্তি ব্যবহার ও উৎপাদন বৃদ্ধিতে নানা পদক্ষেপ নিয়েছে। সবাইকে দেশীয় মাছ চাষের আহ্বান জানানো হয়।
‎অনুষ্ঠানে উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মৎস্য চাষি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে স্থানীয় সফল মৎস্য চাষিদের পুরস্কার প্রদান করা হয়।

আজকালের খবর/ওআর








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
দ্বিতীয় তিস্তা সেতু চালু বুধবার, সুফল পাবে উত্তরবঙ্গ
২০০০ কোটি টাকা দেনা রেখে ৯৩৭ কোটির রেকর্ড মুনাফা দেখালো বিমান
ডাকসু নির্বাচন: কেন্দ্রীয় ও হলে প্রার্থী ১৭৯১
পাংশায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন
সিলেটের নতুন ডিসি সারওয়ার আলম
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
দেখামাত্র গুলির নির্দেশ: বার্তা ফাঁসকারী পুলিশ সদস্য গ্রেপ্তার
বেক্সিমকোর পর নাসা গ্রুপকেও সহায়তার সিদ্ধান্ত সরকারের
ওয়াকিটকি কেনায় অনিয়মের অভিযোগে ডিএনসিসিতে দুদকের অভিযান
চট্টগ্রামে পিকআপ-কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ৫
বরগুনায় তিন শতাধিক বই পুড়িয়ে দিলো পলিটেকনিকের শিক্ষার্থীরা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft