প্রকাশ: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫, ৪:১৪ পিএম

উলিপুর উপজেলার একটি দুর্গম চরাঞ্চলে নিষিদ্ধ সংগঠনের ছাত্রলীগ নেতা বায়জিদ আলমের (২৭) নেতৃত্বে গোপন বৈঠক ও নাশকতার পরিকল্পনার অভিযোগে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।
শুক্রবার ভোরে গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ উলিপুর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের গোড়াই পাঁচপীর এলাকা থেকে বায়জিদ আলমকে আটক করে। বায়জিদ আলম স্থানীয় বাসিন্দা আলমগীর হোসেনের ছেলে এবং নিষিদ্ধ ছাত্রলীগের ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক।
পুলিশ সূত্রে জানা গেছে, সাহেবের আলগা ইউনিয়নের নামাজের চরে বায়জিদ ও তার সহযোগীরা গোপনে বৈঠক করে আওয়ামী লীগের লিফলেট বিতরণ, বিশৃঙ্খলা সৃষ্টি ও নাশকতার পরিকল্পনা করছিল। পুলিশের অভিযানের খবর পেয়ে বায়জিদ ছাড়াও আওয়ামী লীগ ও যুবলীগের বেশ কয়েকজন নেতাকর্মী পালিয়ে গেলেও পরে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে বায়জিদকে গ্রেপ্তার করা হয়।
উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান ঘটনাটির সত্যতা নিশ্চিত করে জানান, ‘আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা চলমান।’
আজকালের খবর/ওআর