কক্সবাজারের উখিয়া সীমান্ত থেকে ৪ লাখ ৮০ হাজার ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। প্রতিদিন সীমান্ত দিয়ে লাখ লাখ ইয়াবা বাংলাদেশে প্রবেশের চেষ্টা হলেও আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারিতে বিপুল পরিমাণ মাদক ধরা পড়ছে।
শুক্রবার (১৫ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়াস্থ ৬৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন।
বিজিবি জানায়, উখিয়া সীমান্ত দিয়ে মাদকের একটি বড় চালান মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করবে, এমন গোপন সংবাদে বৃহস্পতিবার রাতে কাটাখাল এলাকায় বিজিবির একটি দল কৌশলে অবস্থান নেয়।
পরে মিয়ানমার থেকে সাতজনকে মাছের ঘেরের রাস্তা হয়ে বাংলাদেশের বেড়িবাঁধের ওপর আসতে দেখে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে। উপস্থিতি টের পেয়ে তারা চারটি কালো কাপড়ের ব্যাগ ফেলে অন্ধকারে পালিয়ে যায়।
তল্লাশিতে ওই ব্যাগগুলো থেকে ৪৮ কাটায় মোট ৪ লাখ ৮০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়।
উখিয়াস্থ ৬৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, “অভিযানে কাউকে আটক করা সম্ভব না হলেও মাদক পাচারে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে বিজিবির গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে। এ ঘটনায় উদ্ধারকৃত ইয়াবা উখিয়া থানায় জমা দেওয়া হয়েছে।”
আজকালের খবর/ এমকে