চাঁদাবাজদের সঙ্গে কোনো আপোষ নেই: বিএনপি নেতা রিজভিউল আহসান
দেবীদ্বারে চাঁদাবাজীর মামলায় সাবেক ছাত্রদল নেতা আটক
দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫, ৪:০৬ পিএম
কুমিল্লার দেবীদ্বারে এক ব্যবসায়ির কাছ থেকে ধার্যকৃত মাসোহারার টাকা দিতে অস্বীকৃতি জানালে ওই ব্যবসায়িকে প্রাণ নাশ ও তার স্কুল পড়ুয়া মেয়েকে অপহরণের হুমকীর অভিযোগে দায়ের করা মামলায় ওবায়দুল ইসলাম হৃদয় (২৫) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে তাকে কুমিল্লা কোর্ট হাজতে প্রেরণ করা হয়। এর আগে বৃহস্পতিবার (১৪ আগস্ট) দিবাগত রাতে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

ভুক্তভোগি ওই ব্যবসায়ী আমির হোসেন কলেজ রোডের উপজেলা পরিষদ গেইটের সামনে কম্পিউটার টাইপিং এর ব্যবসা করেন। তিনি বাদী হয়ে ওবায়দুল ইসলাম হৃদয়কে এজহারভূক্ত আসামি করে এবং অজ্ঞাতনামা আরো ৮/১০ জনকে অভিযুক্ত করে দেবীদ্বার থানায় একটি চাঁদাবাজী ও জীবন নাশের হুমকীর অভিযোগে মামলা দায়ের করেন। আমির হোসেন দেবীদ্বার পৌরসভার ফতেহাবাদ গ্রামের মৃত. আব্দুস সোবহানের পুত্র।

আটক ওবায়দুল ইসলাম হৃদয় দেবীদ্বার উপজেলার গুনাইঘর গ্রামের হাজী সামাদের বাড়ির মো. জাহাঙ্গীর আলমের পুত্র। হৃদয় দেবীদ্বার পৌর ছাত্রদল শাখার সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও এস.এ. সরকারী কলেজের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।

ভুক্তভোগি ব্যবসায়ী আমির হোসেন জানান, ৫ আগস্টের পর থেকে ছাত্রদল নেতা ওবায়দুল ও অজ্ঞাত আসামিদের নিয়ে তার কাছে প্রতিদিন ৫ শত টাকা করে চাঁদা দাবি করেন। এছাড়া নিয়মিত টাকা না দিতে পারায় নানা ভাবে হুমকী দিত। মোবাইলে মেসেজের পর মেসেজে বিভিন্নভাবে হুমকী দিত। পরে মাসিক ১৫ হাজার টাকা ধার্য করে দেন ওবায়দুল। টাকা দিতে অস্বীকৃতি জানালে জীবন নাশের হুমকীই নয়, অষ্টম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে অপহরণের হুমকীও দেয়। সেই থেকে নিরাপত্তাহীনতায় মেয়েকে স্কুলে আসা বন্ধ করে দেয়। ব্যবসা প্রতিষ্ঠানেও মাঝে মাঝে ভয়ে না আসলে মাসোহারার টাকার জন্য দলবল নিয়ে বাড়িতে যেয়ে রাতে দিনে দরজা-জানালায় পিটিয়ে, গালমন্দ করে আতঙ্ক সৃষ্টি করতে থাকে। বিষয়টি কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার রিজভিউল আহসান মূন্সীকে জানালে তার নির্দেশে থানায় মামলা করি।

অভিযুক্ত ওবায়দুল ইসলাম হৃদয় জানান, আমাকে ফাসানো হয়েছে। তবে মোবাইলে মেসেজ ও বাড়িতে যেয়ে হুমকী দেয়ার বিষয়টি স্বীকার করে বলেন, এসব ফান করে করেছি।

এ ব্যাপারে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার রিজভিউল আহসান মূন্সী জানান, চাঁদাবাজদের সঙ্গে কোনো আপোষ নেই, সে যেই হোক। আমির হোসেন অভিযোগ করলে আমি পুলিশকে বলে দিয়েছি, চাঁদাবাজদের পক্ষে যারা সুপারিশ করবে, তাদেরও আইনের আওতায় আনতে।

দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ বলেন, ওবায়দুল নামে এক সাবেক ছাত্রদল নেতা ব্যবসায়ী আমির হোসেনের কাছ থেকে নিয়মিত চাঁদা দাবি করত, অনেকদিন বিকাশে দাবিকৃত টাকা পরিশোধ করেছে। মাঝে মাঝে টাকা না দিলে নানাভাবে জীবন নাশের হুমকীসহ তার মেয়েকে তুলে নেয়ারও হুমকী দিত। এসব উগ্র বক্তব্যের মেসেজ ও বিকাশে টাকা পাঠানোর মেসেজের স্ক্রীন শর্টগুলো যাচাই বাছাই করে ওবায়দুলকে আটক করে কুমিল্লা কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

আজকালের খবর/ওআর








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
ব্রাহ্মণবাড়ীয়ায় ‘খান্দুরা হাভেলির ইতিহাস’ বইয়ের মোড়ক উন্মোচন
ধানমন্ডি ৩২ কে ঘিরে উত্তেজনা, সতর্ক পুলিশ
উলিপুরের দুর্গম চরাঞ্চলে নিষিদ্ধ ছাত্রলীগের গোপন বৈঠক, গ্রেপ্তার এক
দেবীদ্বারে চাঁদাবাজীর মামলায় সাবেক ছাত্রদল নেতা আটক
খাগড়াছড়িতে মগ পার্টির সশস্ত্র প্রধান নিহত
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সংশ্লিষ্টদের চরম ভোগান্তি
১৫ আগস্ট ঘিরে কড়া নিরাপত্তায় ধানমন্ডি ৩২
আমার মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা ঘুষ খেলে ফাঁসিতে ঝুলানো হবে: ধর্ম উপদেষ্টা
সাদাপাথর লুটের ঘটনায় ইউপি চেয়ারম্যান আটক
বৈধ না হলে নির্বাচন আয়োজনের কোনো মানে হয় না : ড. ইউনূস
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft