শেখ হাসিনার মামলা দ্রুত নিষ্পত্তি করা হবে : দুদক চেয়ারম্যান
রংপুর ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ৩:৫৪ পিএম
দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেন বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দুদকে তদন্তাধীন একাধিক মামলা রয়েছে। এসব মামলাকে দ্রুত দৃশ্যমান করা হবে। পাশাপাশি দীর্ঘদিনের ঝুলে থাকা মামলাগুলো পুনর্জীবিত করে আইনের মাধ্যমে নিষ্পত্তি করা হবে।

মঙ্গলবার (১২ আগস্ট) সকালে রংপুরে দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা ও বিভাগীয় কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের এসব এ কথা বলেন তিনি।

দুদক চেয়ারম্যান বলেন, দুর্নীতির বিরুদ্ধে দুদক কঠোর অবস্থানে রয়েছে। কাউকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। উপদেষ্টা পরিষদ ও ছাত্র সমন্বয়কদের বিরুদ্ধে যেকোনো অভিযোগ দুদক গভীরভাবে দেখছে। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ কোনো রাজনৈতিক সরকার নয়।

এই পরিষদের প্রধান উপদেষ্টা দুর্নীতির বিরুদ্ধে সবসময় সোচ্চার। রংপুরের এই নতুন আঞ্চলিক কার্যালয় হবে এই অঞ্চলের দুর্নীতি প্রতিরোধের প্রতীক।

তিনি আরো বলেন, দুর্নীতি দমন শুধু দুদকের একার কাজ নয়। সমাজের সর্বস্তরে দুর্নীতি প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে। প্রতিটি সেক্টরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। এই নতুন ভবন থেকে শুধু মামলার তদন্ত নয়, দুর্নীতি প্রতিরোধমূলক কর্মসূচিও জোরদার হবে।

সচেতনতা বৃদ্ধি, প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও সামাজিক অংশগ্রহণের মাধ্যমে দুর্নীতিকে শিকড় থেকে নির্মূল করার আহ্বান জানান তিনি।

এ সময় রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, দুদকের আঞ্চলিক পরিচালক, জেলা ও বিভাগের বিভিন্ন কর্মকর্তাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানা গেছে, ১৯ কোটি ১৩ লাখ ১২ হাজার টাকা ব্যয়ে নির্মাণাধীন ৬ তলা বিশিষ্ট এ ভবনের নির্মাণকাজ আগামী ২৪ মাসে শেষ হবে বলে।

ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে কাজ করছেন মেসার্স এম কে ট্রেডার্স ও মেসার্স সৈয়দ সাজ্জাদ আলী। প্রকল্পের বাস্তবায়নকারী সংস্থা দুর্নীতি দমন কমিশন ও গণপূর্ত অধিদপ্তর।

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
নির্বাচন নিয়ে অনেকেই ষড়যন্ত্রে লিপ্ত: রিজভী
ডিএমপির পাঁচ ঊর্ধ্বতন কর্মকর্তাকে পদায়ন
যুক্তরাষ্ট্র থেকে ২ জাহাজ কেনার অনুমোদন দিলো সরকার
মধুখালীতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন
ফরিদপুরে চিনিকল কর্মকর্তাদের চারদিন ব্যাপী ইনহাউজ প্রশিক্ষণ সমাপ্ত
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সোনাতলায় পুলিশের ঝটিকা অভিযানে ৬ আসামি গ্রেপ্তার
চাকরির জন্য নেওয়া টাকা চাপের মুখে ফেরত দিলেন জামায়াত নেতা
সাংবাদিক তুহিন হত্যা: ৮ আসামির শেষজনও গ্রেপ্তার
সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে খালিয়াজুরী প্রেসক্লাবের মানববন্ধন
মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের সঙ্গে দুই ঘণ্টা বৈঠক এনসিপির চার নেতার
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft