প্রকাশ: সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ৪:৫২ পিএম

লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তার পানিতে ভেঙে যাওয়া রাস্তাটি জিও ব্যাক দিয়ে মেরামত করেছে বাংলাদেশ সেনাবাহিনী। গত ২৯ জুলাই তিস্তার পানি বৃদ্ধি পেলে রাস্তাটি ভেঙে যায়।
গত ৭দিন ধরে উপজেলার সিংগীমারী ইউনিয়নের ধুবনী গ্রামের ভেঙে যাওয়া রাস্তাটি মেরামতের জন্য কাজ করে সেনাবাহিনী।
সোমবার (১১ আগস্ট) দুপুরে বন্যায় ভেঙে যাওয়া রাস্তাটি মেরামত শেষ হলে পরিদর্শন করেন বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রিয়াজুল কবির, এএফডব্লিউসি, পিএসসি, জি, কমান্ডার, ৬৬ আর্টিঃ ব্রিগেড ও হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শামীম মিঞা।
স্থানীয় কৃষক আব্দুল জলিল বলেন, রাস্তা ভেঙে যাওয়ার পর আমরা একপ্রকার অবরুদ্ধ হয়ে পড়েছিলাম। সেনাবাহিনী ও উপজেলা প্রশাসনের তৎপরতায় আজ আমরা স্বস্তি পাচ্ছি। দ্রুত কাজ শেষ হওয়ায় ফসলও রক্ষা পাবে।
স্থানীয় আরিফা বেগম বলেন, আমাদের খুব ভালো লাগছে, সেনাবাহিনী কাজ করছে। ঘরে পানি ঢুকে তলিয়ে আছে, রাস্তা ভেঙে যাওয়ায় বাইরে বের হওয়া যায় না। এখন সেনাবাহিনী রাস্তা মেরামত করে দিচ্ছে আমরা খুব খুশি।
সিংগীমারী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মজিবর রহমান, বাংলাদেশ সেনাবাহিনী ও উপজেলা প্রশাসন বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাটি মেরামত করেছেন এজন্য সিংগিমারী ইউনিয়নের পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ।
হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)শামীম মিঞা বলেন, বাংলাদেশ সেনাবাহিনী ও হাতীবান্ধা উপজেলা প্রশাসন বন্যায় ভেঙে যাওয়া রাস্তাটি যৌথভাবে মেরামত কাজ করেছেন।
আজকালের খবর/বিএস