হাতীবান্ধায় বন্যায় ভেঙে যাওয়া রাস্তা মেরামত করছে সেনাবাহিনী
হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ৪:৫২ পিএম
লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তার পানিতে ভেঙে যাওয়া রাস্তাটি জিও ব্যাক দিয়ে মেরামত করেছে বাংলাদেশ সেনাবাহিনী। গত ২৯ জুলাই তিস্তার পানি বৃদ্ধি পেলে রাস্তাটি ভেঙে যায়। 

গত ৭দিন ধরে উপজেলার সিংগীমারী ইউনিয়নের ধুবনী গ্রামের ভেঙে যাওয়া রাস্তাটি মেরামতের জন্য কাজ করে সেনাবাহিনী।  

সোমবার (১১ আগস্ট) দুপুরে বন্যায় ভেঙে যাওয়া রাস্তাটি মেরামত শেষ হলে পরিদর্শন করেন বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রিয়াজুল কবির, এএফডব্লিউসি, পিএসসি, জি, কমান্ডার, ৬৬ আর্টিঃ ব্রিগেড ও হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শামীম মিঞা।

স্থানীয় কৃষক আব্দুল জলিল বলেন, রাস্তা ভেঙে যাওয়ার পর আমরা একপ্রকার অবরুদ্ধ হয়ে পড়েছিলাম। সেনাবাহিনী ও উপজেলা প্রশাসনের তৎপরতায় আজ আমরা স্বস্তি পাচ্ছি। দ্রুত কাজ শেষ হওয়ায় ফসলও রক্ষা পাবে।

স্থানীয় আরিফা বেগম বলেন, আমাদের খুব ভালো লাগছে, সেনাবাহিনী কাজ করছে। ঘরে পানি ঢুকে তলিয়ে আছে, রাস্তা ভেঙে যাওয়ায় বাইরে বের হওয়া যায় না। এখন সেনাবাহিনী রাস্তা মেরামত করে দিচ্ছে আমরা খুব খুশি।

সিংগীমারী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মজিবর রহমান, বাংলাদেশ সেনাবাহিনী ও উপজেলা প্রশাসন বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাটি মেরামত করেছেন এজন্য সিংগিমারী ইউনিয়নের পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ। 

হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)শামীম মিঞা বলেন, বাংলাদেশ সেনাবাহিনী ও হাতীবান্ধা উপজেলা প্রশাসন বন্যায় ভেঙে যাওয়া রাস্তাটি  যৌথভাবে মেরামত কাজ করেছেন।

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
‘তো ভাই কখন নির্বাচন হবে’? পাটওয়ারীকে রিজভীর প্রশ্ন
১২ দিনে এলো এক বিলিয়ন ডলারের রেমিট্যান্স
বাংলাদেশে নিজের বিচার হওয়া নিয়ে যা বললেন টিউলিপ
সোশ্যাল মিডিয়ায় সেনাপ্রধানের কোনো অ্যাকাউন্ট নেই: আইএসপিআর
বাংলাদেশ কমিউনিস্ট পার্টির খালিয়াজুরী উপজেলা সম্মেলন অনুষ্ঠিত
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ইবিতে ক্লাসে প্রবেশকে ঘিরে বাকবিতণ্ডা ও হট্টগোল
হাজারো শিক্ষক প্রেস ক্লাবের সামনে, যান চলাচল বন্ধ
দর্শনা সীমান্ত দিয়ে ২২ বাংলাদেশীকে হস্তান্তর করল বিএসএফ
সচিবালয়ের সামনে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
সাগরে লঘুচাপ, সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft