জমে উঠেছে নেছারাবাদের ভাসমান নৌকার হাট
মো. শাহিন ফকির, পিরোজপুর
প্রকাশ: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ৫:০০ পিএম
পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলায় আটঘড়-কুরিয়ানায় জমে উঠেছে শত বছরের ঐতিহ্যবাহী ভাসমান নৌকার হাট। সপ্তাহের সোমবার ও শুক্রবার বসে ভাসমান এই নৌকার হাট। তবে সপ্তাহের শুক্রবার সাপ্তাহিক ছুটির কারনে পুরোপুরি জমে ওঠে কুড়িয়ানার এই ভাসমান নৌকার হাট। এদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা আসেন। আগমন ঘটে বিদেশি পর্যটকদেরও । 

অবশ্য হাট জমে উঠলে ক্রেতা-বিক্রেতাদের ভোগান্তির শেষ নেই। বৃষ্টি হলে দাঁড়ানোর কোন জায়গা নেই, বৃষ্টিতে ভিজে কিংবা রোদে পুড়ে ক্রয়-বিক্রয় করতে হয়।

বর্ষা মৌসুম এলে চোখ জুড়ানো নৌকার ভাসমান হাটের দেখা মিলবে পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার আটঘর কুড়িয়ানায়। শত-শত নৌকার পসড়া সাজিয়ে বসে আছে বিক্রেতারা। বছরে একবার ব্যবহার উপযোগী এই নৌকা কিনতে ভিড় জমাচ্ছেন বরিশাল বিভাগসহ আশেপাশের বিভাগের মানুষজন।

ঘাস কাটা, মাছ ধরা, পেয়ারা ও আমড়া পাড়ার প্রয়োজনীয় কাজে ব্যবহার উপযোগী এই নৌকা কিনতে আসছেন বরিশাল, বাকেরগঞ্জ, ঝালকাঠি, নলছিটি, বানরীপাড়া নাজিরপুর, গোপালগঞ্জ, বৈঠাকাটা, কাঠালিয়া, রাজাপুর,বাগেরহাটসহ বিভিন্ন অঞ্চলের মানুষ। বছরের আষাঢ়, শ্রাবণ ও ভাদ্র- এই ৩ মাস জমে ওঠে ভাসমান এই নৌকার হাট।

বর্ষা মৌসুমে যেন একটু বেশি জমজমাট হতে দেখা যায় কয়েক কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই ভাসমান হাট। এই হাটে বিক্রেতারা যেমন খুশি নৌকা বিক্রি করে, তেমনি খুশি ক্রেতারা নৌকা কিনে। ক্রেতা-বিক্রেতার মধ্যে কেনাবেচার এক ধুম লেগে যায় সকাল থেকে দুপুর পর্যন্ত।

নেছারাবাদ উপজেলার আটঘর কুরিয়ানায় ভাসমান নৌকার হাটে সরেজমিনে গিয়ে দেখা যায়, সকালে সূর্য উদয়ের সাথে সাথে শাপলা ফুলের মত ফুটে আছে সারি সারি নৌকা। আটঘর খাল থেকে ট্রলার কিংবা ইঞ্জিল চালিত কোন নৌকা ভাসমান হাটের গা ঘেঁষে যাওয়ার পরে সূর্যমুখী ফুলের মত দুলতে থাকে নৌকাগুলো। 

এ দৃশ্য দেখলে যে কারো চোখের দৃষ্টি এক মুহূর্তের জন্য এদিক-ওদিক করার মত নয়। এমন দৃশ্য দেখতে প্রতি হাটে ভিড় জমান ভ্রমনপিপাসু মানুষ।

তবে এত সৌন্দর্যের ভিড়েও ভোগান্তির শেষ নেই ভাসমান নৌকার হাটের ক্রেতা বিক্রেতাদের। বাগেরহাট থেকে আসা এক ক্রেতা  জানান, কয়েকটা নৌকা দেখেছি, দামদর হচ্ছে না,নৌকা প্রয়োজন কয়েকটা- মাছের খামারের জন্য,দরদামে হলে কিনে নিয়ে যাবো।

বিক্রেতা হালিম শেখ বলেন, ৩২টি নৌকা নিয়ে আসছি, এখন পর্যন্ত ১৭টি নৌকা বিক্রি করেছি। ৪/৫ হাজার টাকা দরে বিক্রি করেছি। এ নৌকা স্থানীয়রা বিভিন্ন কাজে ব্যবহার করে থাকে।

বরিশাল উজিরপুর থেকে আসা দর্শনার্থী মামুন জানান, নেছারাবাদ উপজেলার শত বছরের পুরনো একটি ভাসমান নৌকার হাট রয়েছে। এখানে রয়েছে ভাসমান পেয়ারা বাজার যেটা দেখতে এসে আমার খুব ভালো লাগলো। দূর-দূরান্ত থেকে লোক আসে এ হাট দেখতে।

শরিফ  হাওলাদার নামের এক বিক্রেতা বলেন, এখানে নৌকা কিনতে বরিশাল বিভাগের লোক বেশি আসে। প্রতি হাটে ৩/৪ শত পিচ নৌকা বিক্রি হয়ে থাকে। আমাদের তৈরি নৌকাগুলো মানে খুব ভালো। 
 
স্থানীয়রা মনে করেন, ভাসমান এই হাটে প্রতি মৌসুমে কয়েক কোটি টাকার নৌকা কেনাবেচা হয়, যা স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রশাসনের পক্ষ থেকে সঠিকভাবে উদ্যোগ নিলে নেছারাবাদের ভাসমান এই নৌকার হাটটি বৃহৎ পর্যটককেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে। হতে পারে আটঘর কুরিয়ানা এলাকার বেকার যুবকদের কর্মসংস্থান।

নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, উপজেলা প্রশাসন থেকে এটি আরো সমৃদ্ধি করা হবে। এখানে পেয়ারা, আমড়া, নৌকার ভাসমান হাট দেখতে দর্শনার্থীরা দেশের বিভিন্ন স্থান ও বিদেশিরা আসে। সেই দিক বিবেচনা করে আমরা বিভিন্ন উদ্যোগ নিয়েছি যেমন রাস্তা-ঘাটের উন্নয়ন ,বসার স্থান ও নিরাপত্তা ব্যবস্থা সহ ইত্যাদি।

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
শিক্ষক দম্পতি লাঞ্চিতের ঘটনায় উত্তাল দশমিনা
তারাগঞ্জে দু’জনকে পিটিয়ে হত্যার ঘটনায় ৮ পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত
‘পুনর্বাসনের অপচষ্টো চলছে, তবে আওয়ামী লীগের ফেরার সুযোগ নেই’
ডাকাতি ঠেকাতে বানানো পুলিশ চেকপোস্টের টিন খুলে নিয়ে গেলো চোর
লুটের সাদা পাথর উদ্ধার করে আগের জায়গায় পুনঃস্থাপনের সিদ্ধান্ত
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ইবিতে ক্লাসে প্রবেশকে ঘিরে বাকবিতণ্ডা ও হট্টগোল
দর্শনা সীমান্ত দিয়ে ২২ বাংলাদেশীকে হস্তান্তর করল বিএসএফ
সচিবালয়ের সামনে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
অধ্যাপক যতীন সরকার মারা গেছেন
জাতীয়করণ দাবিতে শিক্ষকদের প্রতিনিধিদল মন্ত্রণালয়ে
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft