‘তো ভাই কখন নির্বাচন হবে’? পাটওয়ারীকে রিজভীর প্রশ্ন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ১১:৪৫ পিএম
‘ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না’- এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর এমন বক্তব্যে ‘কর্তৃত্ববাদী শাসনের মনোভাব’ দেখছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেছেন, মঙ্গলবার বিএনপির কয়েকটি অঙ্গ সংগঠনের একটি সভা ছিল। সেখানে এনসিপির এক নেতা (নাসীরুদ্দীন পাটওয়ারী) নির্বিঘ্নে বলে গেলেন যে, ‘ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না’।

প্রশ্ন ছুড়ে রিজভী বলেন, “তো ভাই কখন নির্বাচন হবে? আপনার কথার যে সুর বা যে টোন। আপনি অনেক যুক্তি খাড়া করে একটা বিশ্লেষণী বক্তৃতা করতে পারতেন। কিন্তু গতকাল বক্তৃতার টোনের মধ্যে দেখলাম, হাসিনা যে টোনে কথা বলত, সেই টোনটাই আপনার কণ্ঠ থেকে বেরিয়েছে।

“আমরা আরেকটি কর্তৃত্ববাদী শাসনের সুর, কর্তৃত্ববাদী শাসকের যে ‘অ্যাটিচিউড’, মনোভাব, কালকে আমরা তার বক্তব্য থেকে পেলাম। ছেলে মানুষ কদিন আগেও ছাত্র ছিল। এদের এরকম আচরণ হওয়া উচিত না।”

চট্টগ্রামের সাতকানিয়ায় বুধবার বিকালে দুঃস্থদের সহায়তা দেওয়ার অনুষ্ঠানে কথা বলছিলেন রিজভী। ‘আমরা বিএনপি পরিবার’ নামে সংগঠন এ অনুষ্ঠান আয়োজন করে।

রিজভী বলেন, “বক্তব্য থাকবে, আলাপ আলোচনা থাকবে, বিতর্ক থাকবে। বিতর্ক তো হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য। কিন্তু আমরটাই হতে হবে আর সবটাই ভুল সবটাই খারাপ, আমরাই সবকিছু করেছি…। আশা করি যারা গণতান্ত্রিক সংগ্রামে ছিলেন আমরা আমাদের মধ্যে বিতর্ক করব। সমালোচনা করব।

“কিন্তু আমরা কিছু কিছু ‘কমন পয়েন্টে’ আমাদেরকে একত্রিত হয়ে কাজ করতে হবে, তা নাহলে পলাতক দোসর ওদের প্রচুর কালো টাকা আছে, অস্ত্র আছে। তারা নানাভাবে এই সমাজের মধ্যেই অবস্থান করছে এবং মাঝে মাঝে মাথা তোলার চেষ্টা করছে। অনেক জায়গায় নাশকতামূলক কাজ করছে। সুতরাং গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধভাবে কাজ করে আমাদেরকে এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বহুদলীয় গণতন্ত্র ও বহুমাত্রিক গণতন্ত্রের পথচলা আমাদের নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, “আজকে নির্বাচন প্রলম্বিত হয়েছে বলে এই অবস্থা। তারপরে সরকার একটি তারিখ দিয়েছেন। সবাই আলাপ আলোচনা করে আমরা ওটাকেই মেনে নিয়েছি। হ্যা, রোজার পূর্বেই নির্বাচনটা হলে সব দিক থেকে স্বস্তি মিলতে পারে।

“সবদিকে একটা শান্তি নেমে আসতে পারে। এজন্য যে একটি জবাবদিহিতামূলক সরকার হবে এবং সেই সরকারের একটা বড় ধরনের ন্যায্যতা বৈধতা থাকে।”

আওয়ামী লীগ সরকারের সময়ে ব্যাংক লুটপাট হয়েছে মন্তব্য করে রিজভী বলেন, “আপনাদের চট্টগ্রামেরই এক মন্ত্রী সাইফুজ্জামান জাবেদ। চেনেন না তাকে? ১৭ কোটি পাউন্ড পাচার করেছে বাংলাদেশ থেকে এবং লন্ডনেই ৩০০টা তার সম্পত্তি। সেটা লন্ডনের একটি পত্রিকায় উঠেছে, টেলিগ্রাফে।

“তারা ছিঁচকে চোর ছিল না। তারা ছিলেন বড় ধরনের চোর। এটা তো একটা, যেটা জানা গেছে। আরও অজানা যে কত আছে তার কোনো হিসাব নেই। এগুলো ধরা হচ্ছে। অর্থ মন্ত্রণালয় নানাভাবে কাজ করছে। অগ্রগতি হচ্ছে।”

সহায়তা দেওয়ার অনুষ্ঠানে তিনটি পরিবারের হাতে অটোরিকশা ও অর্থ সহায়তা তুলে দেওয়া হয়।



আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
মাইলস্টোন ট্রাজেডি: শিক্ষিকা মাহফুজাও মারা গেছেন
প্রকাশ্যে মিষ্টি নীহার প্রেমে দুষ্টু ইয়াশ
আমার মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা ঘুষ খেলে ফাঁসিতে ঝুলানো হবে: ধর্ম উপদেষ্টা
শাশুড়িকে স্ত্রীর মৃত্যুসংবাদ দিয়ে স্বামী উধাও!
নিভৃতে হারিয়ে যাওয়া এক সঙ্গীতশিল্পী নার্গিস পারভীন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ইবিতে ক্লাসে প্রবেশকে ঘিরে বাকবিতণ্ডা ও হট্টগোল
ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার মানোন্নয়ন শীর্ষক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
দেশের পথে প্রধান উপদেষ্টা
সাড়ে ১০ বছর পালাতক থাকার পর আত্মসমর্পণ, অত:পর জেল হাজতে
বাংলাদেশ কমিউনিস্ট পার্টির খালিয়াজুরী উপজেলা সম্মেলন অনুষ্ঠিত
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft