হিট প্রকল্পে পাহাড়সম অভিযোগ ইবি শিক্ষকদের
রবিউল আলম, ইবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ১০:৫৭ এএম
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্তৃক বাস্তবায়নাধীন ৪০০০ কোটি টাকার হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পে স্বজনপ্রীতি, দলীয়করণ, অনিয়ম ও অস্বচ্ছতা-সহ পাহাড়সম অভিযোগ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষকবৃন্দ।

রবিবার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ ভবনের শিক্ষক লাউঞ্জে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তারা। এসময় প্রকল্পটি বাতিল সহ ৩ দফা দাবি উত্থাপন করেন শিক্ষকরা। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহা. মিজানুর রহমান, অধ্যাপক ড. মো. গোলাম মাওলা, অধ্যাপক ড. গাজী মো. আরিফুজ্জামান খান, অধ্যাপক ড. এ.টি.এম. মিজানুর রহমান, অধ্যাপক ড. মো. আবুল কালাম আজাদ, অধ্যাপক ড. মো. জাহিদুল ইসলাম ও ড. মুহা. শরিফুল ইসলাম।  

শিক্ষকদের অভিযোগ, হিট প্রকল্পে  ভালো এবং স্বীকৃত গবেষকদের বাদ দিয়ে লো-প্রোফাইল ও কম সাইটেশনধারী শিক্ষকদের প্রজেক্ট নির্বাচিত করা হয়েছে। এক ফিল্ডের শিক্ষক দিয়ে অন্য ফিল্ডের প্রজেক্ট মূল্যায়ন করা হয়েছে। এমনকি প্রজেক্ট নির্বাচনে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সমর্থক শিক্ষকরা বিকল্প পদ্ধতিতে প্রজেক্ট মূল্যায়নের রিভিউয়ার হওয়া এবং প্রজেক্ট পাওয়ার ব্যবস্থা করেছিল বলেও অভিযোগ করেছেন তারা।

শিক্ষকরা আরও বলেন, রিভিউ কমিটিতে যে বিষয়ে যারা এক্সপার্ট তাদেরকে রাখা হয়নি। এমনকি পিএইচডি করেননি এমন ব্যক্তিকেও রিভিউ কমিটিতে রাখা হয়েছে। প্রকল্পের আওতায় গবেষণার জন্য অর্থায়নে বিচারহীনতা, স্বচ্ছতার অভাব এবং রাজনৈতিক প্রভাব রয়েছে। ফলে প্রকৃত গবেষকরা বঞ্চিত হয়েছেন, যা গবেষণা ক্ষেত্রে এক ভয়াবহ সংকট বলেও অভিযোগ করেন তারা।

সংবাদ সম্মেলনে হিট প্রকল্পে শিক্ষকদের আনিত অভিযোগসমূহ হলো—রিভিউ প্রক্রিয়ার গুণগত মান ও স্বার্থের দ্বন্দ্ব রয়েছে, ইউজিসি থেকে যে ব্লাইন্ড পিয়ার রিভিউ এর কথা বলা হয়েছে এই দাবি মিথ্যা, প্রেজেন্টেশনে নিয়মের পরিপন্থি মূল্যায়ন, অঘোষিত বিভাগভিত্তিক বৈষম্য, রিসার্চ কোয়ালিটির নামে বিভ্রান্তি, শিল্প সহযোগী ছাড়াই ইন্ডাস্ট্রি প্রজেক্ট অনুমোদন, বিশ্ববিদ্যালয় ভিত্তিক বা বিভাগ ভিত্তিক প্রকল্প সংখ্যা ও অঞ্চলভিত্তিক বৈষম্য, নৈতিক ও আদর্শগত সংকট, প্রকল্প জমাদানের সময় বর্ধিত করে অনৈতিক সুযোগ প্রদান, রাজনৈতিক সংশ্লিষ্টতা ও তার প্রভাব, চুড়ান্ত বাছাই বোর্ডে তাচ্ছিল্যমূলক ব্যবহার এবং HEAT রিভিউ পদ্ধতির মাধ্যমে এবং ব্যবস্থাপনার নামে অর্থের অপচয়। ফলশ্রুতিতে প্রকল্পটি বাতিল, সংশ্লিষ্ট ব্যক্তিদের শাস্তি ও পুনঃমূল্যায়নের দাবি জানিয়েছে তারা।

এসময় বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহা. মিজানুর রহমান বলেন, ‘প্রায় ৪০ শতাংশ লো প্রোফাইলধারী (টোটাল সাইটেশন ১০০ এর কম) গবেষকদের প্রজেক্ট নির্বাচন করা হয়েছে। এছাড়া ৫০০ সাইটেশনের কম আছে এমন ৪০ শতাংশ গবেষকদের প্রজেক্ট নির্বাচন করা হয়েছে। বিশ্বব্যাপী স্বীকৃত গবেষকদেরকে বাদ দিয়ে তুলনামূলক কম গবেষণা ও সাইটেশন রয়েছে এমন গবেষক নির্বাচন করা হয়েছে। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।’

বাযোটেকনলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. আবুল কালাম আজাদ বলেন, ‘অনেক লো-প্রোফাইল আবেদনকারী, যাদের পিএইচডি নেই বা আন্তর্জাতিক মানের প্রকাশনা নেই, তারাই বরং অনুদান পেয়েছেন। অথচ যারা বাদ পড়েছেন, তাদের প্রোফাইল ছিল অনেক সমৃদ্ধ।’

অধ্যাপক ড. মো. গোলাম মাওলা বলেন, ‘এই প্রকল্পের অধীনে ইবি থেকে ৩ টা প্রজেক্ট প্রাথমিক সিলেকশন হয়। পরে ইসলামিক হওয়ায় আমারটা বাদ দিয়েছে। শুধু ১টা প্রজেক্ট পেয়েছে তাও আওয়ামীপন্থী শিক্ষক। সব বিশ্ববিদ্যালয়ে একই চিত্র। আওয়ামী পন্থী শিক্ষকদেরকে চূড়ান্ত অনুমোদন দিয়েছে।’ 

প্রকল্প সূত্রে জানা যায়, এবার ১১১ প্রজেক্ট চূড়ান্ত অনুমোদন দিয়েছে প্রকল্পটি। এর মধ্যে ১ জন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ অধিকাংশ শিক্ষকই আওয়ামীপন্থী।

আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
পল্লী বিদ্যুৎ দশমিনা এলাকার সাবেক পরিচালক শফিক মোল্লার ইন্তেকাল
এনসিপি চট্টগ্রাম মহানগর সমন্বয় কমিটির কার্যক্রম শুরু
বিএনপিকে কিভাবে খাটো করা যায় এটাই তাদের প্রচেষ্টা: মির্জা ফখরুল
মেজর সাদিকের স্ত্রী সুমাইয়ার দায় স্বীকার
জামায়াতের আয় ২৯ কোটি, ব্যয় ২৪ কোটি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সাংবাদিক তুহিন হত্যা: ৮ আসামির শেষজনও গ্রেপ্তার
সোনাতলায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত
বাহাদুর খানের তিনটি কবিতা
চাঁদাবাজির অভিযোগে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতিকে অব্যাহতি
বাংলাদেশ-মালয়েশিয়ার ৫ সমঝোতা স্মারক ও তিন নোট বিনিময়
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft