৭ আগস্ট ২০২৫ তারিখে একটি জাতীয় দৈনিকের প্রথম পাতায় প্রকাশিত ‘দূর্নীতির আষ্টেপৃষ্ঠে ঘেরা রাবেয়া আনোয়ার মাঙ্গদন’ শীর্ষক প্রতিবেদনকে মিথ্যা, উদ্দেশ্যমূলক ও ভিত্তিহীন দাবি করে তীব্র প্রতিবাদ জানিয়েছে ফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এফপিএবি) এবং গাজীপুর সিটি করপোরেশনের PA-1 Urban Primary Health Care Services Delivery Project-এর কর্মকর্তা-কর্মচারীরা।
আজ রবিবার দুপুরে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মচারীরা একত্রিত হয়ে প্রতিবাদ জানান। তারা অভিযোগ করেন, যাচাই-বাছাই ছাড়াই প্রকাশিত এ ধরনের সংবাদ প্রতিষ্ঠানের ভাবমূর্তি ও কর্মকর্তাদের ব্যক্তিগত সুনাম মারাত্মকভাবে ক্ষুণ্ণ করেছে।
প্রতিবাদপত্রে উল্লেখ করা হয় স্মারক নং-৪৬.১৯.০০০০.০১৬.১৪.৪২.২৩-৪৭১, তারিখ ১২-০৭-২০২৩-এর সরকারি তদন্ত প্রতিবেদনে উক্ত অভিযোগগুলোকে সম্পূর্ণ মিথ্যা প্রমাণিত হয়েছে। পাশাপাশি প্রকল্পের সব কার্যক্রম নিয়মিতভাবে নিরীক্ষা ও তদারকির আওতায় পরিচালিত হচ্ছে বলেও তারা জানান।
এফপিএবি ও প্রকল্প কর্তৃপক্ষ সংবাদটি অবিলম্বে প্রত্যাহার এবং ক্ষমা প্রার্থনার দাবি জানায়। অন্যথায় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সতর্কবার্তা দেওয়া হয়।
আজকালের খবর/ এমকে