ভিত্তিহীন সংবাদে ক্ষুব্ধ এফপিএবি ও জিসিসি প্রকল্প কর্মকর্তাদের প্রতিবাদ
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১০ আগস্ট, ২০২৫, ১১:৩৬ পিএম
৭ আগস্ট ২০২৫ তারিখে একটি জাতীয় দৈনিকের প্রথম পাতায় প্রকাশিত ‘দূর্নীতির আষ্টেপৃষ্ঠে ঘেরা রাবেয়া আনোয়ার মাঙ্গদন’ শীর্ষক প্রতিবেদনকে মিথ্যা, উদ্দেশ্যমূলক ও ভিত্তিহীন দাবি করে তীব্র প্রতিবাদ জানিয়েছে ফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এফপিএবি) এবং গাজীপুর সিটি করপোরেশনের PA-1 Urban Primary Health Care Services Delivery Project-এর কর্মকর্তা-কর্মচারীরা।

আজ রবিবার দুপুরে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মচারীরা একত্রিত হয়ে প্রতিবাদ জানান। তারা অভিযোগ করেন, যাচাই-বাছাই ছাড়াই প্রকাশিত এ ধরনের সংবাদ প্রতিষ্ঠানের ভাবমূর্তি ও কর্মকর্তাদের ব্যক্তিগত সুনাম মারাত্মকভাবে ক্ষুণ্ণ করেছে।

প্রতিবাদপত্রে উল্লেখ করা হয় স্মারক নং-৪৬.১৯.০০০০.০১৬.১৪.৪২.২৩-৪৭১, তারিখ ১২-০৭-২০২৩-এর সরকারি তদন্ত প্রতিবেদনে উক্ত অভিযোগগুলোকে সম্পূর্ণ মিথ্যা প্রমাণিত হয়েছে। পাশাপাশি প্রকল্পের সব কার্যক্রম নিয়মিতভাবে নিরীক্ষা ও তদারকির আওতায় পরিচালিত হচ্ছে বলেও তারা জানান।

এফপিএবি ও প্রকল্প কর্তৃপক্ষ সংবাদটি অবিলম্বে প্রত্যাহার এবং ক্ষমা প্রার্থনার দাবি জানায়। অন্যথায় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সতর্কবার্তা দেওয়া হয়।

আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
রিজার্ভ বেড়ে দাঁড়ালো ৩০.২৫ বিলিয়ন ডলারে
প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরে ৫ সমঝোতার সম্ভাবনা
ইসির প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ এনসিপিসহ ১৬ দল
ভিত্তিহীন সংবাদে ক্ষুব্ধ এফপিএবি ও জিসিসি প্রকল্প কর্মকর্তাদের প্রতিবাদ
ভারতে একের পর এক স্থগিত বিদেশি অর্ডার, চলে যাচ্ছে বাংলাদেশ-পাকিস্তানে
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ভোটকেন্দ্রের নিরাপত্তায় পুলিশের জন্য আসছে ৪০ হাজার বডি ক্যামেরা
আজ খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে ইসি
প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরে গুরুত্ব পাবে শ্রমবাজার
ডিএমপির সাবেক কমিশনারসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
এইচএসসির ‘মিস করা’ পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছেন না সেই আনিসা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft