
অবশেষে আসছে শুক্রবার প্রেক্ষাগৃহে আসছে মানব পাচারের গল্পে সম্পূর্ণ সমুদ্রে চিত্রায়িত ‘জলরঙ’ সিনেমাটি। দেলোয়ার হোসেন দিলু প্রযোজিত জলরঙ পরিচালনা করেছেন কবিরুল ইসলাম রানা। ২০২০-২১ অর্থবছরে ৬০ লাখ টাকা সরকারি অনুদান পায় সিনেমাটি। তবে দৃশ্যধারণে বৈচিত্র থাকায় ‘জলরঙ’ নির্মাণ ব্যয় বেড়ে দাঁড়ায় এক কোটি ২০ লাখ টাকা, যা ওই সময় সরকারি অনুদানে ‘গলুই’ সিনেমা (এক কোটি ৯০ লাখ টাকা) পরবর্তী আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলো ‘জলরঙ’।
সিনোমাটি ইতিমধ্যে ঢাকার লায়ন, নিউ গুলশান, আনন্দ, নারায়ণগঞ্জের নিউ মেট্রো, বগুড়ার মধুবনসহ ১৪টি প্রেক্ষাগৃহ নিশ্চিত করেছে বলে পরিবেশক ম্যানেজার রুহুল আমিন জানিয়েছেন। তিনি বলেন, আমাদের টার্গেট বড় হল, ইতিমধ্যে সে লক্ষ অর্জন হয়েছে, কিছু ছোট হল আগ্রহ দেখাচ্ছে কিন্তু ফার্স্ট রানে বড় হলগুলোতেই রাখছি। সেকেন্ড রানেও কিছু বড়হ ল আমাদের কথা দিয়েছে, দেখা যাক।
কুশলী দৃশ্যায়ন, গল্পের ডিটেইল এবং অভিনয়ের কারণে সার্টিফিকেশন (সেন্সর) বোর্ড সদস্যরা সিনেমাটির উচ্ছ্বসিত প্রশংসা করেন। সিনেমা বোদ্ধারাও ব্যতিক্রমধর্মী দৃশ্যায়নের প্রশংসা করেন।
এদিকে, সিনেমা মুক্তির খবরে কিছুটা অবাক হয়েছেন আমেরিকায় অবস্থান করা চিত্রনায়ক সায়মন সাদিক। ঘুমকাতর চোখ নিয়ে ছবির মুক্তির খবরে বিস্ময় প্রকাশ করে বলেন, পরিচালক বা প্রযোজক আমাকে জানানোর প্রয়োজন করেনি। তারপরও সিনেমার জন্য শুভকামনা।
এ ব্যাপারে প্রযোজক দিলু এই প্রতিবেদকের কাছে বলেন, টেকনিক্যাল কারণে আমি কাউকে জানাতে পারিনি। এ সিনেমার অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করেছেন শক্তিমান অভিনেতা শহীদুজ্জামান সেলিম ও আশীষ খন্দকার তারাও মুক্তির খবর জানেন না। এ নিয়েও প্রযোজক দিলু নিরব ছিলেন।
অসমর্থিত এক সূত্রে জানা গেছে, প্রযোজক এবং পরিচালকের দ্বন্দ্বে এ অস্থার সৃষ্টি হয়েছে, তবে অভিনয় শিল্পীরা এ নিয়ে কিছু বলতে চাননি।
জানা গেছে- ফেনারাশির মতো ভেসে বেড়ানো মানুষের বেঁচে থাকার বাসনার, সংগ্রামের গল্পে জলরঙ। আসাদুজ্জামান মজনুর ক্যামেরায় জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়ক সাইমনের অন্তর্ভুক্তি ছাড়াও এতে শক্তিমান অভিনেতা শহীদুজ্জামান সেলিম, চিত্রনায়িকা উষ্ণ, কায়েস আরজু, খালেদা আক্তার কল্পনা, রাশেদা, এলিনা শাম্মী, চিত্রনায়িকা রিক্তা, মাসুম আজিজ, রাশেদ মামুন অপু, জয়রাজ, আশীষ খন্দকার, আশরাফ কবির, পারভেজ সুমন, শরীফ চৌধুরী, সুমী প্রমুখ অভিনয় করেছেন।
আজকালের খবর/আতে