প্রকাশ: রবিবার, ১০ আগস্ট, ২০২৫, ২:১৭ পিএম

গ্রুপপর্বে পয়েন্ট তালিকার শীর্ষে থেকে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠেছে বাংলাদেশ। ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়াই করতে নেমেছে জুনিয়র টাইগাররা।
রবিবার (১০ আগস্ট) হারারেতে অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচে টস হেরেছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকা ফিল্ডিং বেছে নিয়েছে, অর্থাৎ বাংলাদেশ আগে ব্যাটিং করবে।
দুই দলের সবশেষ ৫ মুখোমুখি লড়াইয়ে বাংলাদেশ জিতেছে ৩টিতে, দক্ষিণ আফ্রিকার জয় ২টিতে। ফাইনালে সেয়ানে সেয়ানে লড়াইয়ের আশা করাই যায়।
বাংলাদেশের একাদশ: জাওয়াদ আবরার, রিফাত বেগ, আজিজুল হাকিম তামিম, রিজান হোসেন, মোহাম্মদ আব্দুল্লাহ, আল ফাহাদ, স্বাধীন ইসলাম, সানজিদ মজুমদার, শাহরিয়ার আল আমিন ও সামিউন বশির।
আজকালের খবর/বিএস