সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে দেবীদ্বারে মানববন্ধন
এ আর আহমেদ হোসাইন, দেবীদ্বার
প্রকাশ: শনিবার, ৯ আগস্ট, ২০২৫, ৩:৪৬ পিএম
গাজীপুরের চান্দনা চৌরাস্তায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছেন কুমিল্লার  দেবীদ্বার উপজেলার সাংবাদিকরা।

শনিবার (৯ আগস্ট) সকাল সাড়ে ১১টায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহা সড়কের দেবীদ্বার নিউমার্কেট ‘মুক্তিযোদ্ধা চত্তরে এ  মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

এতে উপজেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন মিডিয়ার সংবাদকর্মীরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন-  দৈনিক কালের কন্ঠ দেবীদ্বার প্রতিনিধি এবিএম আতিকুর রহমান বাশার, দৈনিক সমকাল প্রতিনিধি সৈয়দ খলিলুর রহমান বাবুল, দৈনিক মুক্ত খবর প্রতিনিধি মো. ময়নাল হোসেন (ভিপি), দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি মো. ফখরুল ইসলাম সাগর, আমাদের দেবীদ্বার পত্রিকার সম্পাদক এটিএম সাইফুল ইসলাম মাসুম, দৈনিক বাংলা বাজার পত্রিকার জেলা প্রতিনিধি মাসুদ রানা, দৈনিক আজকালের খবর পত্রিকার প্রতিনিধি আহাম্মেদ হোসাইন, দৈনিক ভোরের সূর্যোদয় পত্রিকাার প্রতিনিধি শফিউল আলম রাজীব, দৈনিক ইনকিলাব প্রতিনিধি মো. ফারুক হোসাইন, দৈনিক আলোকিত সময় প্রতিনিধি মো. নাসির উদ্দিন, আনন্দ টিভি প্রতিনিধি মো. মাহফুজ আহমেদ, এনটিভি অনলাইন প্রতিনিধি ইসহাক খান, আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা সিয়াম আহমেদ প্রমুখ। 

আরো উপস্থিত ছিলেন- দৈনিক আমার শহর প্রতিনিধি আব্দুল আলীম, দৈনিক বাংলা প্রতিনিধি গোলাম রাব্বী প্লাবন, মানবজমিন প্রতিনিধি মো. রাসেল সরকার, দৈনিক নতুন কুমিল্লার প্রকাশক মমিনুর রহমান বুলবুল, দৈনিক সমাচার প্রতিনিধি ডাঃ ওমর ফারুক, দৈনিক খবর পত্র প্রতিনিধি মো. ওমর ফারুক সরকার, দৈনিক কুমিল্লার আলো সাব এডিটর মো. মামুনুর রশিদ, দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার সিনিয়র ষ্টাফ রিপোর্টার এমজেএ মামুন, চ্যানেল এস টিভি প্রতিনিধি আরিফুল ইসলাম, এশিয়ান টিভি প্রতিনিধি নেছার উদ্দিন, বাংলাদেশ প্রতিদিন মালদ্বীপ প্রতিনিধি মো. আল আমিন, দৈনিক বাংলার আলোড়ন প্রতিনিধি এমএ হালিম, দৈনিক গণতদন্ত প্রতিনিধি তোফায়েল আহমেদ, দৈনিক বাংলার দূত প্রতিনিধি মোহাম্মদ উল্লাহ ভ‚ইয়া, ডেইলি প্রজেক্ট টাইম প্রতিনিধি শাহ আল আমিন আমানত, দৈনিক বর্তমান কথার ষ্টাফ রিপোর্টার পারভেজ আলম, বাংলা ৫২ নিউজ এর কবির হোসেন, দৈনিক বাংলাদেশ সমাচার প্রতিনিধি মো. জুয়েল উদ্দিন সরকারসহ বিভিন্ন জাতীয় ও স্থানীয় ইলেক্ট্রনিক্স, প্রিন্ট ও অনলাইনের প্রতিনিধি।

বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক হত্যা, নির্যাতন, মিথ্যা মামলায় হয়রানীর সুষ্ঠ তদন্ত ও বিচার না হওয়ায় একের পর এক হত্যাকাণ্ড, মিথ্যা মামলায় হয়রানী, হামলা, নির্যাতনের ঘটনা ঘটে যাচ্ছে। তাই নিজেদের (সাংবাদিকদের)  অস্তিত্ব রক্ষায় বিভাজন ভুলে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই।

বক্তারা আরো বলেন, গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যার দৃষ্টান্তমূলক বিচার ও সাগর-রুনী হত্যার বিচারসহ দেশব্যাপী সাংবাদিক নিপীড়ন বন্ধ এবং মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান।

আসাদুজ্জামান তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর প্রতিনিধি ছিলেন। গাজীপুরের চান্দনায় স্ত্রী ও দুই সন্তান নিয়ে ভাড়া বাসায় থাকতেন তিনি। সাংবাদিকতার পাশাপাশি ওষুধ কোম্পানির প্রতিনিধির কাজও করতেন।

গত বৃহস্পতিবার প্রকাশ্যে এক ব্যক্তির ওপর হামলা-কোপানোর ভিডিও ধারণ করায় রাতে গাজীপুর চান্দনা চৌরাস্তা মোড় এলাকার ঈদগাহ মার্কেটের সামনে তুহিনকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে অস্ত্রধারীরা।

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
ফিরছেন কুমার বিশ্বজিৎ
শর্তসাপেক্ষে অভিনয়ে ফিরবেন আশীষ বিদ্যার্থী
মুক্তি পেল অজয় দেবের ‘ফেরারী পাখি’
তিতাস নদীর মাছ; একাল-সেকাল
ডেঙ্গুতে প্রাণ গেলো আরও ৩ জনের
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
গাজীপুরে সাংবাদিক হত্যা: সিসিটিভির ফুটেজ দেখে শনাক্ত, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৪
বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রত্যয় তারেক রহমানের
সাংবাদিক হত্যার বিচার দাবিতে বরগুনায় মানববন্ধন
ঢাকায় পাকিস্তানের নতুন হাইকমিশনার ইমরান হায়দার
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর ‘দমন-পীড়নের’ নিন্দা ২০২ শিক্ষকের
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft