মো. আমির হোসেন, মুন্সীগঞ্জ

তারুণ্য নির্ভর আগামীর বাংলাদেশ গড়তে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে, জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা বিএনপি'র তৃণমূল নেতাকর্মীদের গণমিছিল।
শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে কয়েক শতাধিক নেতাকর্মীর অংশগ্রহণে অনুষ্ঠিত হয় গণ-মিছিল। এর আগে,দলীয় পতাকা ও নানারকম ব্যানার ফেস্টুন হাতে নিয়ে এসে মিছিলে যোগ দেন নেতাকর্মীরা। পরে সিরাজদিখাঁন উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য,আলহাজ্ব শেখ মো. আব্দুল্লাহ নেতৃত্বে ষোলঘর বাস স্ট্যান্ড এলাকা থেকে শুরু হয় গণ-মিছিল। এরপর মিছিলটি, বিভিন্ন এলাকায় ঘুরে উপজেলার প্রত্যন্ত এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় দলীয় স্লোগানমুখর হয়ে ওঠে পুরো এলাকা।
আয়োজকরা জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির শুভেচ্ছা বার্তা সাধারণ মানুষের দ্বারপ্রান্তে পৌঁছে দিতে নেয়া হয়েছে এমন উদ্যোগ। এ সময় আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে, নতুন বাংলাদেশ গড়তে তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানানো হয় কর্মসূচি থেকে।
এদিকে একদিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ষোলঘর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপি উদ্যোগে অনুষ্ঠিত হয় কর্মী সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, শেখ মোঃ আব্দুল্লাহ। তিনি বলেন, অতীতে তৎকালীন সরকার ও নির্বাচন কমিশন দেশের সাধারণ মানুষকে ভোটের অধিকার থেকে দীর্ঘ সময় বঞ্চিত করে যে কলঙ্ক সৃষ্টি করেছে। বর্তমান অন্তর্র্বতীকালীন সরকারকে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিয়ে, দেশের মানুষের অধিকার আদায়ের এবং গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা রেখে, দেশের মানুষের অধিকার নিশ্চিত করতে হবে। এ সময় তারেক রহমানের ৩১ দফার বাস্তবায়ন সহ দেশ গড়তে বিএনপি পরিকল্পনা তুলে ধরেন তিনি।
সভায় আরও উপস্থিত ছিলেন, শ্রীনগর উপজেলা বিএনপি সভাপতি,শহিদুল ইসলাম মৃধা,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, আব্দুল বাতেন খাঁন শামীম,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, এম হাফিজুল ইসলাম খাঁন,সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক,এম হায়দার আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক,সিদ্দিক মোল্লা,ষোলঘর ইউনিয়ন বিএনপির সভাপতি,মো. আল হাসান,সাধারণ সম্পাদক,ফজলে রাব্বি চৌধুরী রনি, ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি, মো. কবির হোসেন, সাধারণ সম্পাদক,মো. ইউসুফ,শ্রীনগর উপজেলা যুবদলের সভাপতি, জয়নাল আবেদীন মৃধা জেমস,সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন।
এছাড়া অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক দলের শ্রীনগর উপজেলার সভাপতি,ফয়সাল রনি,সাধারণ সম্পাদক,এমদাদুল হক রজিণ,শ্রীনগর উপজেলা ছাত্রদলের সভাপতি,আশরাফুল ইসলাম শুভ সহ উপজেলা বিএনপি'র বিভিন্ন সংগঠন ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।
আজকালের খবর/বিএস