প্রকাশ: রবিবার, ৩ আগস্ট, ২০২৫, ৬:৪৩ পিএম

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ছাত্রদলকে আস্তেধীরে যদি মনে করেন, তাহলে আজকে দেখে যান একটু। ছাত্রদল কতটা ঐক্যবদ্ধ তা আজকের সমাবেশে প্রমাণ হয়েছে।
রবিবার (৮ আগস্ট) বিকেলে রাজধানীর শাহবাগে জুলাই গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষ্যে ছাত্রদল আয়োজিত ছাত্র সমাবেশে তিনি এ কথা বলেন।
শামসুজ্জামান দুদু বলেন, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, লন্ডনে তারেক রহমানের সঙ্গে ড. ইউনূসের যে বৈঠক হয়েছে, সেই বৈঠকের মাধ্যমে আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে।
আজকালের খবর/ওআর