
অংশীজনের সঙ্গে আলোচনা ও স্বীকৃতি ছাড়াই চূড়ান্ত করা ‘জুলাই ঘোষণাপত্র’ প্রত্যাখ্যান করবে গণ অধিকার পরিষদ। আজ রবিবার গণ অধিকার পরিষদের দলীয় কার্যালয় পুরানা পল্টনের আল রাজী কমপ্লেক্সে সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।
গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান লিখিত বক্তব্যে বলেন, ‘২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে কোটা প্রথা বিলুপ্ত হয়, কিন্তু ২০২৪ সালের ৫ জুন হাইকোর্টের রায়ের মাধ্যমে আবারও ৩০ শতাংশ কোটা ফিরিয়ে আনার পটভূমিকায় ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী আন্দোলন শুরু হয়। আন্দোলনের একটা পর্যায়ে শাসকগোষ্ঠী গুলি করে মানুষ হত্যা শুরু করলে কোটা সংস্কার আন্দোলন রাষ্ট্র সংস্কার আন্দোলনে রূপ লাভ করে। এই আন্দোলনে বিপুল ছাত্র-শ্রমিক-জনতার অংশগ্রহণের ফলে এক অভূতপূর্ব সফল গণ-অভ্যুত্থান সংগঠিত হয়।’
‘এই গণ-অভ্যুত্থান শুধু ৩৬ দিনের আন্দোলনে সৃষ্টি হয়নি। দীর্ঘ ১৪-১৫ বছরের ধারাবাহিক লড়াইয়ের শেষ পরিণতি লাভ করে জুলাই মাসে এসে। যারা গণ-অভ্যুত্থানকে শুধু ৩৬ দিনের মধ্যে সীমাবদ্ধ রাখতে চায়, তাদের উদ্দেশ্য মূলত অতীতের সমস্ত সংগ্রামকে অস্বীকার করা বলে মন্তব্য করেন রাশেদ খাঁন।’
লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘বিশেষ করে ২০১৩ সালে শাপলাচত্বরে গণহত্যা এই দেশের আলেম সমাজ ও মাদরাসার শিক্ষার্থীদের আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে জাগ্রত করে তোলে। ২০১৫ সালের ভ্যাটবিরোধী আন্দোলন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদী করে তোলে। ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন ও নিরাপদ সড়ক আন্দোলনের শিক্ষার্থীদের আপোষহীন নবজাগরণ হাসিনার মসনদে আঘাত করে। ফ্যাসিস্ট হাসিনা শিক্ষার্থীদের দাবির মুখে ২০১৮ সালের ১১ এপ্রিল জাতীয় সংসদে দাঁড়িয়ে ঘোষণা দিতে বাধ্য হয়, আর কোনো কোটাই থাকবে না। তখন এই দেশের মানুষের মধ্যে সাহসের বীজ বপন হয় যে, হাসিনার মাথা নত করা যায়।’
তিনি বলেন, ‘কোটা সংস্কার আন্দোলন থেকে সাহস পায় স্কুল কলেজের কোমলমতি শিক্ষার্থীরা। ২০১৮ সালের ২৯ জুলাই রাজধানীর বিমানবন্দর সড়কে দ্রুতগতির দুই বাসের সংঘর্ষে রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী রাজীব ও দিয়া নিহত হওয়ার প্রেক্ষিতে সারা দেশে অগ্নিস্ফুলিঙ্গের মত নিরাপদ সড়কের দাবিতে সারা দেশে আন্দোলন ছড়িয়ে পড়ে। ২০১৯ সালের ডাকসু নির্বাচনে কারচুপি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভোটাধিকারের বিষয়ে সচেতন করে তোলে। সারা দেশে 'I hate politics' বলা তরুণদের মাঝে ধীরে ধীরে রাজনীতি সচেতনতা বাড়তে থাকে।’
রাশেদ খাঁন আরো বলেন, ‘ভারতীয় আধিপত্যবাদ ও আগ্রাসনের বিরুদ্ধে ফেসবুকে পোস্ট করার প্রেক্ষিতে ২০১৯ সালের ৭ অক্টোবর বুয়েটে ছাত্রলীগ কর্তৃক আবরার ফাহাদ হত্যাকাণ্ড এই দেশের শিক্ষার্থীদের ছাত্রলীগের বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রস্তুত করে তোলে। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে নরেন্দ্র মোদির আগমনকে কেন্দ্র করে ২০২১ সালের ২৫ মার্চ মোদির আগমনবিরোধী আন্দোলন শুরু করে ছাত্র অধিকার পরিষদ ও যুব অধিকার পরিষদ। সেদিন পুলিশ হামলা করে এবং ৬৩ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করে। পরদিন হেফাজতে ইসলামের নেতৃত্বে নরেন্দ্র মোদির আগমনবিরোধী আন্দোলন শুরু হয়। এতে অগণিত মানুষ শহীদ ও আহত হয়। এই আন্দোলন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে জনগণের ক্ষোভকে বেগবান করে।’
লিখিত বক্তব্যে দলের সাধারণ সম্পাদক বলেন, ২০১৪ সালের একতরফা নির্বাচন, ২০১৮ সালের নিশিরাতের নির্বাচন, ২০২৪ সালের ডামি নির্বাচন এই দেশের গণতন্ত্রকামী মানুষের মনের মধ্যে ভোটাধিকার হরণের তীব্র ক্ষোভের বাসা বাঁধে। এ ছাড়া ফ্যাসিস্ট হাসিনা রেজিমে শিক্ষাঙ্গনে গেস্টরুম-গণরুমের নির্যাতন, মাফিয়ালীগের খুন-ধর্ষণ, টেন্ডারবাজি, পতিত হাসিনা সরকারের সমালোচনাকারী ও শিক্ষার্থীদের অধিকার নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলা মামলা নির্যাতন ইত্যাদি তরুণ প্রজন্মের মধ্যে একটা প্রতিবাদের সুপ্ত আগ্নেয়গিরি তৈরি করে। মার খেয়ে আহত হয়ে হাসপাতাল থেকে ফিরে এসে, মামলা খেয়ে জেলে গিয়ে সেখান থেকে ফিরে এসে আবারো প্রতিবাদের অগ্নিশিখা জ্বালিয়ে রাখা, এদেশের প্রতিবাদী তরুণ-তরুণীরা দেশের মানুষের মনস্তত্ত্বে একটা বিপ্লব সৃষ্টি করে। যেহেতু রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার পতন ঘটানো যাচ্ছিলো না। কারণ রাজনৈতিক আন্দোলনে দমন-পীড়ন করা, গুম-খুন-ক্রসফায়ার দিয়ে ভিন্নমতকে নিশ্চিহ্ন করার যেন আইনগত বৈধতা পেয়েছিলো ফ্যাসিস্ট হাসিনা সরকার। হাসিনার এই আগ্রাসনের বিরুদ্ধে বিদেশি মিত্রদের পক্ষ থেকেও সেই অর্থে কার্যকরী কোনো পদক্ষেপ পরিলক্ষিত হয়নি। বরং প্রতিবেশী রাষ্ট্র ভারত হাসিনাকে টিকিয়ে রাখার ঠিকাদারি গ্রহণ করে তার অন্যায়-অপরাধের সঙ্গী হওয়ার মাধ্যমে। যেকারণে ২০২৪ সালের ৫ জুন হাইকোর্টের এক রায়ের মাধ্যমে কোটা ফিরে আসলে ২০১৮ সালের কোটা বাতিলের পরিপত্র বহালের দাবিতে শিক্ষার্থীরা রাজপথে নামার প্রেক্ষিতে হাসিনা গুলি করে শিক্ষার্থীদের হত্যার নির্দেশনা দিলে কোটা সংস্কার আন্দোলন রাষ্ট্র সংস্কার আন্দোলনে রূপ নেয়। অগণিত জীবন ও অঙ্গহানির দ্বারা গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় করে এই দেশের মুক্তিকামী জনতা।
নতুন বাংলাদেশ গঠনে বিপ্লবের ধারক-বাহক হবেন এই তরুণ ও মুক্তিকামী জনতা। দলমত নির্বিশেষে প্রত্যেকটি রাজনৈতিক দল ও সরকারের জায়গা থেকে বিপ্লবী তরুণ ও মুক্তিকামী জনতার এই অবদানের স্বীকৃতি দিতে হবে। এই ভিত্তির ওপর দাঁড়িয়েই বাংলাদেশ সামনে এগিয়ে নিয়ে যাবে, ইনশাআল্লাহ।
সংবাদ সম্মেলনে রাশেদ খাঁন বলেন, জুলাই ঘোষণাপত্রে ৩৬ দিনের বিপ্লবের প্রেক্ষাপট-১৮ সালের কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভ্যাটবিরোধী আন্দোলনসহ ১৪-১৫ বছর ধরে রাজনৈতিক দলগুলোর আপোষহীন ভূমিকা স্পষ্ট হতে হবে। কিন্তু আমরা লক্ষ করছি, ইতোমধ্যে জুলাই ঘোষণাপত্রের তারিখ ও সময় নির্ধারণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু এবিষয়ে বিপ্লবের অংশীজনদের সাথে কোনো আলোচনা করেনি সরকার। বিপ্লবের অংশীজনদের সাথে আলোচনা ও স্বীকৃতি ছাড়া ঘোষণাপত্রকে প্রত্যাখ্যান করবে গণঅধিকার পরিষদ। জুলাই কারো একার নয়, জুলাই আমাদের সবার। কোনো একটা দলকে খুশি করতে ঘোষণাপত্র রচিত হলে তা হবে ৭১ এর ইতিহাসের মত ২৪ এর ইতিহাসকে একপাক্ষিক ও কুক্ষিগত করা। যা হবে জুলাই চেতনার সম্পূর্ণ পরিপন্থী।
উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি ফারুক হাসান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন। এ সময় উপস্থিত ছিলেন উচ্চতর পরিষদ সদস্য শাকিল উজ্জামান, শহিদুল ইসলাম ফাহিম, অ্যাডভোকেট সরকার নুরে এরশাদ সিদ্দিকী, যুগ্ম সাধারণ সম্পাদক জিলু খান, সহদপ্তর সম্পাদক শাহ মুহাম্মদ সাগর, ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান সম্রাট প্রমুখ।
আজকালের খবর/ওআর