গাজীপুর ক্লাবের সভাপতি মঞ্জুরুল, সম্পাদক ফাকরুল
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৩ আগস্ট, ২০২৫, ১২:৩৩ পিএম
গাজীপুর ক্লাব লিমিটেডের কার্যনির্বাহী কমিটিতে এসেছে নতুন নেতৃত্বের ছোঁয়া। ২০২৫-২০২৮ মেয়াদের জন্য গঠিত নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও সাবেক মন্ত্রী-সাবেক মেয়র অধ্যাপক এম এ মান্নানের পুত্র এম মঞ্জুরুল করিম রনি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন পরিচ্ছন্ন সংগঠক মো. ফাকরুল ইসলাম।

শনিবার গাজীপুর ক্লাব প্রাঙ্গণে আয়োজিত বার্ষিক সাধারণ সভা শেষে সদস্যদের সর্বসম্মতিতে এ কমিটি গঠিত হয়। 

অনুষ্ঠানে বিগত এক বছরের কার্যক্রম পর্যালোচনার পাশাপাশি ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গঠনমূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

পূর্ণাঙ্গ কমিটিতে যারা রয়েছেন -সভাপতি এম মঞ্জুরুল করিম রনি, সাধারণ সম্পাদক মো. ফাকরুল ইসলাম, সহসভাপতি আ ক ম মোফাজ্জল হোসেন, কোষাধ্যক্ষ  মো. আক্তার হোসেন, নির্বাহী সদস্য-আলহাজ্ব অ্যাডভোকেট মো. মেহেদী হাসান এলিস, মো. সাইফুল ইসলাম, মো. লুৎফর রহমান (লাতু), মোহাম্মদ শাহাদাত হোসেন (শাহীন), মো. আব্দুল রউফ বাবুল, মির্জা মইন উদ্দিন, খান জাহিদুল ইসলাম, মোহাম্মদ নজরুল ইসলাম গাজী,  শেখ মোহাম্মদ দেলোয়ার হোসাইন, মো. জাহাঙ্গীর আলম, মো. খোরশেদ আলম, প্রকৌশলী আজমল খন্দকার সায়েম। 

নবনির্বাচিত সভাপতি এম মঞ্জুরুল করিম রনি বলেন, গাজীপুর ক্লাব কেবল একটি সামাজিক সংগঠন নয়, এটি একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। আমরা এই ক্লাবকে আধুনিকায়নের পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে আরও সক্রিয় করব। সাধারণ সম্পাদক ফাকরুল ইসলাম জানান, সদস্যদের অংশগ্রহণ ও মতামতের ভিত্তিতেই ক্লাব পরিচালিত হবে।

নতুন কমিটির নেতৃত্ব আগামী তিন বছর ক্লাবের সার্বিক উন্নয়ন, অবকাঠামোগত সম্প্রসারণ এবং সদস্যদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিত করতে কাজ করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন নেতৃবৃন্দ। সভা শেষে উপস্থিত সদস্যদের মধ্যে প্রাণবন্ত আলোচনা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠান সম্পন্ন হয়।

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
শেখ হাসিনা সমস্ত অপরাধের নিউক্লিয়াস: চিফ প্রসিকিউটর
জুলাই-আগস্টের নির্মম হত্যাযজ্ঞের সর্বোচ্চ শাস্তি চাইলেন অ্যাটর্নি জেনারেল
গৌরনদীতে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ উদযাপনে প্রস্তুতি সভা
হুমকির পরও রাশিয়া থেকে তেল কিনবে ভারত
মাঠে পাওয়া মর্টার শেল নিয়ে খেলতে গিয়ে ৫ শিশু মৃত্যু
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
গাজীপুরের রাজনীতিতে নতুন ভোরের প্রত্যাশা: মেয়র পদে এলিস কি হয়ে উঠবেন তৃণমূলের প্রকৃত প্রতিনিধি?
ইউএনও’র স্বাক্ষর জাল করে শিক্ষক নিয়োগ: জামায়াত আমীরকে অব্যাহতি
‘রক্তের ওপরে দাঁড়িয়ে সুবিধাবাদীদের বিজয়োৎসব’- তানিকে উদ্দেশ্য করে আবীর চৌধুরী
খালিয়াজুরীতে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা
জুলাই সনদের ভিত্তিতেই আগামী নির্বাচন হতে হবে: নাহিদ
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft