গৌরনদীতে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ উদযাপনে প্রস্তুতি সভা
কাজী রনি, গৌরনদী
প্রকাশ: রবিবার, ৩ আগস্ট, ২০২৫, ২:১৬ পিএম
৫ আগষ্ট ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ উদযাপন উপলক্ষে বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের উদ্যোগে এক  প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  

গৌরনদী উপজেলা বিএনপির যুগ্ন-আহবায়ক ও খাঞ্জাপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক ফজলুল হক সরদারের সভাপতিত্বে শনিবার (২ আগষ্ট) বিকেল ৪টায় ইল্লা বাসস্ট্যান্ড মা ফিলিং স্টেশন হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। 

ইউনিয়ন বিএনপির যুগ্ন-আহবায়ক এমদাদ শিকদারের সঞ্চালনায় প্রথমে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন উপজেলা বিএনপির সদস্য আবুল কালাম আজাদ। 

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খাঁন মুকুল।

প্রধান বক্তার বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির আহবায়ক ও বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সংসদ এর সহ- সভাপতি সৈয়দ সরোয়ার আলম বিপ্লব। 

এছাড়া সভায় বক্তব্য রাখেন-  উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম - আহবায়ক বদিউজ্জামান মিন্টু, জেলা উত্তর যুবদলের সিনিয়র যুগ্ন-আহবায়ক সাইয়্যেদুল আলম সেন্টু খাঁন, উপজেলা বিএনপির যুগ্ন-আহবায়ক মো.শামীম খলিফা। 

সভায় উপস্থিত ছিলেন, উত্তর জেলা বিএনপির সদস্য রফিকুল ইসলাম কাজল, উপজেলা বিএনপির সদস্য আশ্রাফুল আলম ছোটন, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক রিয়াজ ভুঁইয়া, উপজেলা বিএনপির আহবায়ক সদস্য সালাউদ্দিন সরদার, জেলা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক এস.এম ইলিয়াস, জেলা ছাত্রদলের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক এনাম তালুকদার, ইউনিয়ন বিএনপি নেতা মুজিবর রহমান মাষ্টার, উপজেলা বিএনপির যুগ্ন-আহবায়ক জাহাঙ্গীর তালুকদার, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি জুয়েল হাওলাদার, ইউনিয়ন ছাত্রদল নেতা মো.তরিকুল ইসলাম, ইউনিয়ন যুবদল নেতা মো.লিটন হাওলাদার, ইউনিয়ন বিএনপির মহিলাদল নেত্রী দিলরুবা খানম,আবিদা সুলতানা জুঁই,পাপিয়া আক্তার সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। 

প্রস্তুতি সভায় ৫ আগস্টের অনুষ্ঠানে সকলকে স্বতস্ফূর্ত আংশ নেয়ার আহ্বান জানান নেতারা। 

পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচনে গৌরনদী - আগৈলঝাড়া থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এম জহির উদ্দিন স্বপনের নির্বাচনী রোডম্যাপ তৈরি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া ৩১ দফা দাবি আদায় ও আগামী দিনগুলোতে যেকোনো ধরনের অপশক্তির মোকাবেলা করে দেশ রক্ষার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
আনন্দ মিছিলে গিয়ে বিএনপি নেতার মৃত্যু
বৃষ্টি উপেক্ষা করে মানিক মিয়াতে মানুষের ঢল
ছাত্রের মাকে নিয়ে উধাও মাদ্রাসাশিক্ষক, বাবা বললেন ‘তাবিজের দোষ’
জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানে খালেদা জিয়া ও তারেক রহমানকে আমন্ত্রণ
৫ আগস্ট জাতির পুনর্জন্মের দিন: প্রধান উপদেষ্টা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
মুক্তিযুদ্ধের ইতিহাস রক্ষায় ‘মঞ্চ ৭১’-এর ৫ দফা দাবি
জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা
বরগুনায় হাতকড়া খুলে পলাতক আসামিকে গ্রেপ্তার
গৌরব গাঁথায় ১২ শহীদের উপজেলা দেবীদ্বারে
গরু চুরির অভিযোগে সিরাজগঞ্জে ২ জনকে পিটিয়ে হত্যা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft