খালিয়াজুরীতে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা
সোহান বিন নবাব, খালিয়াজুরী
প্রকাশ: শনিবার, ২ আগস্ট, ২০২৫, ৬:০৮ পিএম
নেত্রকোনার খালিয়াজুরীতে সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধাগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিকবৃন্দ ও সুশীল সমাজের সঙ্গে মতবিনিময় করেছেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো. মুখতার আহমেদ। 

শনিবার (২ আগস্ট) বেলা ২টায় খালিয়াজুরী উপজেলা হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) এম এ কাদেরের সঞ্চালনায় মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নেত্রকোনা জেলা প্রশাসক বনানী বিশ্বাস। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো. মুখতার আহমেদ। বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মুহিদুল আলম । 

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সভাপতি ও গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ স্বাধীন, জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মাও মো. রহুল আমিন, বিএনপি নেতা মো. মাসুদ রানা, নাজমুল হক আরিফ, মির্জা জিয়া উদ্দিন, রিয়াজ উদ্দিন, প্রেসক্লাবের আহ্বায়ক মো. হাবিবুল্লাহ, উপজেলা প্রকৌশলী আবদুল আউয়াল, মৎস কর্মকর্তা মাহবুবুর রহমান । 

উপস্থিত ছিলেন- নেত্রকোনা (অতিরিক্ত জেলা প্রশাসক) সার্বিক রাফিউজ্জামান, (অতিঃ জেলা মেজিস্ট্রেট) সুখময় সরকার, মুক্তিযোদ্ধা শম্ভু বর্মন, কৃষি কর্মকর্তা দেলোয়ার হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রীতিভোষণ সরকার, সমাজসেবা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. রুবেল মিয়া, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. তৌকির আহমেদ, জনস্বাস্থ্য কর্মকর্তা মো. সাকিল আহমেদ, খালিয়াজুরী থানা অফিসার ইনচার্জ মো. মুকবুল হোসেন, আনসার ভি ডি পি কর্মকর্তা অজিত ঘোষ, সিদ্দিকুর রহমান বালিকা বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক দীপংকর দত্ত রায়, আবদুল মান্নান চৌধুরী, কায়েসুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

এসময় বিভাগীয় কমিশনার মো. মুখতার আহমেদ  খালিয়াজুরী শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ, মৎস্য সম্পদ, ও কৃষির উন্নয়নে কাজ করার আশ্বাস দেন। 

সবশেষে সিদ্দিকুর রহমান বালিকা বিদ্যানিকেতনের প্রতিবন্ধী শিক্ষার্থী সদ্য এসএসসি পাশ করা  মিতালী রাণী সরকারকে তার চলাচলের জন্য একটি হুইল চেয়ার ও নগদ ২০ হাজার টাকা দেন প্রধান অতিথি মুখতার হোসেন ও নেত্রকোনা জেলা প্রশাসক বনানী বিশ্বাস।

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
সৌদির সঙ্গে বাংলাদেশের প্রথম প্রবাসী শ্রমিক চুক্তি শিগগিরই
ডেঙ্গুতে একজনের মৃত্যু, ভর্তি ২০৯
শতকোটি টাকা নিয়ে পালাল ফ্লাইট এক্সপার্ট!
শিক্ষার্থীদের পক্ষে প্রথম সোচ্চার চিত্রনায়ক সোহেল রানা অবহেলিত
অন্তর্বর্তী সরকারের মাঝে শেখ হাসিনার ছায়া দেখা যাচ্ছে: আনু মুহাম্মদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সাধারণ যাত্রীর মতো লন্ডনে বাসের অপেক্ষায় তারেক রহমান
আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত
দেশে দুই মাসে নির্যাতনের শিকার ৪৩৮ নারী ও কন্যাশিশু
দেশে ফিরে ‘বউ পছন্দ না হওয়ায়’ যুবকের কাণ্ড!
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft