প্রকাশ: শনিবার, ২ আগস্ট, ২০২৫, ৭:১১ পিএম

নিরাপদ ক্যাম্পাস, সাজিদ আব্দুল্লাহ’র মৃত্যুর সুষ্ঠু তদন্ত নিশ্চিত এবং জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষার আলোকে ক্যাম্পাস সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রশিবির।
শনিবার (২ আগষ্ট) বিকাল তিনটায় বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে মিছিলটি বের হয়ে ক্যাম্পাসের প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকে এসে সমবেত হয় এবং সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা।
এসময় শিক্ষার্থীদের ‘ইবিতে ছাত্র সংসদ পালন করো করতে হবে; ইকসু নিয়ে টালবাহানা, আর না আর না; হাবিপ্রবি যবিপ্রবি সবই পারে ইবি প্রশাসন কী করে; আদর্শের সংগ্রাম শিবিরের আরেক নাম; অফিসে গিয়ে পায় না সাড়া শিক্ষার্থীরা দিশেহারা; লাঞ্চ করতেই দিন পার' কর্মকর্তারা জমিদার; সনদ করতে উত্তোলন শিক্ষার্থীদের যায় জীবন; নাপা-কেন্দ্রের ডাক্তার পরিবর্তন করো করতে হবে ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
এসময় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মো. ইউসুব আলী বিশ্ববিদ্যালয় প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে বলেন, জুলাই বিপ্লবের এক বছর হয়ে গেলেও দৃশ্যমান কোনো সংস্কার হয় নাই। বরং জুলাই বিরোধীরা বুক ফুলিয়ে চলছে। আপনারা ক্যাম্পাস নিয়ে ভাবুন- অন্যথায় শিক্ষার্থীরা মসনদ তছনছ করে দিতে বাধ্য হবে।
শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান বলেন, বিপ্লব পরবর্তীতে উল্লেখযোগ্য কোনো সংস্কার চোখে পড়ে নাই। আমরা ভেবেছিলাম শিক্ষার্থীদের ক্যাম্পাস হবে নিরাপদ, ক্যাম্পাস হবে শিক্ষার্থীবান্ধব। ভেবেছিলাম নিখোঁজ ওয়ালীউল্লাহ-মুকাদ্দাসের খোঁজ পাবো। কিন্তু সেটাও পাইনি বরং প্রশাসন জুলাই বিপ্লবীদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন। আপনারা যে শিক্ষার্থীবান্ধব না সেটা লোক দিয়ে জরিপ করে দেখুন- পাশ মার্কও পাবেন না। আপনারা শিক্ষার্থীদের জন্য কাজ করুন।
ইকসু গঠন নিয়ে তিনি বলেন, শাবিপ্রবি, যবিপ্রবি, হাবিপ্রবি ছাত্র সংসদ গঠন করেছে। তারা জুলাই বিপ্লবের সম্মান রেখেছে। আপনারা কেন ইকসু গঠন করতে পারলেন না? শেখ হাসিনাও ভেবেছিলো জনগনের ইচ্ছা উপেক্ষা করে ক্ষমতার চেয়ার রক্ষা করতে পারবে কিন্তু পারে নাই; আপনারাও পারবেন না। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগের পরপরই শিক্ষক নিয়োগ হয়ে গেছে অথচ আপনারা কী কারণে নিয়োগ দিচ্ছেন না? শুধু সার্কুলার পর্যন্ত শেষ কেন? না-কি যখন টাকা খাওয়া হয়ে যাবে তখন নিয়োগ দিবেন? সাজিদ হত্যার বিচার করুন। যদি শিক্ষার্থীদের জন্য ভালোবাসা প্রমাণ দিতে চান তাহলে সাজিদ হত্যার বিচার নিশ্চিত করুন। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ১১০ টা দাবি দিয়েছি কিন্তু তারা নয়-ছয় করেছে। পাশ করার মতো দাবিও রাখেন নাই। শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়া, আবাসন ব্যবস্থা নিশ্চিত করা সহ নিরাপদ ক্যাম্পাস গড়ার জন্য প্রশাসনের সাথে ছাত্রদের প্রতিনিধিত্ব তৈরি করুন। ইকসু গঠন করুন- তাহলেই ছাত্র প্রতিনিধিত্ব নিশ্চিত করা সম্ভব।
আজকালের খবর/বিএস