সৌদির সঙ্গে বাংলাদেশের প্রথম প্রবাসী শ্রমিক চুক্তি শিগগিরই
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২ আগস্ট, ২০২৫, ৮:৪৪ পিএম
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, আগামী ২-৩ সপ্তাহের মধ্যেই সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো প্রবাসী শ্রমিকদের নিয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে। এটি হলে বাংলাদেশের শ্রমিকদের জন্য নিরাপত্তা ও সুরক্ষা আরও জোরদার হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

শনিবার (২ আগস্ট) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত ‘রেমিট্যান্স যোদ্ধা দিবস’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ড. আসিফ নজরুল বলেন, বাংলাদেশের ইতিহাসে এমন কোনো চুক্তি আগে হয়নি। ভারত কিংবা পাকিস্তানের সঙ্গেও এমন চুক্তি হয়নি। এই চুক্তির মাধ্যমে সৌদি আরবে কর্মরত প্রবাসীদের নিরাপত্তা আরও বাড়বে।

তিনি জানান, মালয়েশিয়ায় যাওয়া নিয়ে যেসব কর্মী গত বছর বিমান টিকিট ও ভিসা থাকা সত্ত্বেও যেতে পারেননি, তাদের পাঠানোর প্রক্রিয়াও ইতোমধ্যে শুরু হয়েছে। তবে এ বিষয়ে সামাজিক মাধ্যমে নানা সমালোচনার মুখেও পড়তে হয়েছে তাকে।

ড. আসিফ বলেন, আমি যখন বললাম মালয়েশিয়া কর্মী নিচ্ছে, তখন অনেকে বলেছে যারা এখন অবৈধ হয়ে আছে, তাদের বৈধ করার ব্যবস্থা হয়নি, আবার নতুন করে পাঠানো হচ্ছে। অথচ মানুষের এত বড় দাবি পূরণ করার পরও গালিগালাজ করা হয়।

বিদেশে যাওয়ার ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়ে তিনি বলেন, বিদেশ মানেই বেহেশত না। বিদেশ যেতে ৮-১০ লাখ টাকা খরচ হয়, অথচ এমন জীবনযাপন করতে হয় যে দেশের খারাপ বস্তিতেও মানুষ ভালো থাকে। তাই যাচ্ছেন তো যাচ্ছেন, খোঁজ-খবর নিয়ে যান। প্রতারকের খপ্পরে পড়বেন না। ১০ লাখ টাকা থাকলে দেশে ছোট একটা ব্যবসা করেও ভালোভাবে বাঁচা যায়।

তিনি আরও জানান, মন্ত্রণালয় থেকে রিইন্ট্রিগ্রেশনে নানা উদ্যোগ নেয়া হয়েছে। প্রবাসী সেবা ডিজিটালাইজড করা হয়েছে, যাতে বিদেশগামী ও ফিরে আসা কর্মীদের হয়রানি কম হয়।

অবশেষে ড. আসিফ নজরুল প্রবাসীদের সতর্কতার সঙ্গে সিদ্ধান্ত নেয়ার আহ্বান জানিয়ে বলেন, আমি নিরুৎসাহিত করছি না, কিন্তু বলছি মরিয়া হয়ে বিদেশ যাবেন না। অনিশ্চিত ভবিষ্যতের জন্য ১৫ লাখ টাকা খরচ করে ঝাঁপ দেবেন না।

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
স্বাধীন ফিলিস্তিন গঠন পর্যন্ত লড়াইয়ের ঘোষণা সশস্ত্র গোষ্ঠীর
গাজীপুরের রাজনীতিতে নতুন ভোরের প্রত্যাশা: মেয়র পদে এলিস কি হয়ে উঠবেন তৃণমূলের প্রকৃত প্রতিনিধি?
নাশকতার আশঙ্কা, আগস্টজুড়ে চলবে চিরুনি অভিযান: ডিএমপি
সৌদির সঙ্গে বাংলাদেশের প্রথম প্রবাসী শ্রমিক চুক্তি শিগগিরই
ডেঙ্গুতে একজনের মৃত্যু, ভর্তি ২০৯
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
রামুতে ট্রেনের ধাক্কায় সিএনজির চার যাত্রী নিহত
শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু রবিবার
গাজীপুরের রাজনীতিতে নতুন ভোরের প্রত্যাশা: মেয়র পদে এলিস কি হয়ে উঠবেন তৃণমূলের প্রকৃত প্রতিনিধি?
মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত
দেশে দুই মাসে নির্যাতনের শিকার ৪৩৮ নারী ও কন্যাশিশু
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft