প্রকাশ: সোমবার, ২৮ জুলাই, ২০২৫, ৮:১৭ পিএম

ইসলামী বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মারুফ হোসেন আমেরিকার স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে ফুল-ফ্রি পিএইচডির সুযোগ পাওয়ায় সংবর্ধনা দিয়েছেন শাহ আজিজুর রহমান হল কর্তৃপক্ষ। আজিজ হলের আবাসিক শিক্ষার্থী মারুফ আমেরিকার University of Houston এ ফুল ফ্রি স্কলারশিপে Fall-2025 সেশনে পিএইচডি করার সুযোগ পেয়েছেন।
সোমবার (২৮ জুলাই) দুপুরে শাহ আজিজুর রহমান হল প্রভোস্ট কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে সম্মাননা দেন অধ্যাপক ড. এ.টি.এম মিজানুর রহমান। এ সময় সামাজিক ও রাজনৈতিক ছাত্র সংগঠনের প্রতিনিধি ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
এ সময় শিক্ষার্থী ও ছাত্র প্রতিনিধিরা গবেষণায় পর্যাপ্ত বরাদ্দ, হলে গবেষকদের সুবিধা বর্ধিত করা, আর্থিক সহযোগিতা-সহ বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারকে উন্মুক্ত রাখা ইত্যাদি বিষয়ে জোর দাবি জানিয়েছেন।
সংবর্ধিত শিক্ষার্থী মারুফ হোসেন বলেন, ‘আমি আমার পুরো বিশ্ববিদ্যালয়কে সামনে দাঁড়িয়ে বলতে পারি- কৃতজ্ঞ ও আবেগাপ্লুত। ২০২২ সাল থেকেই রিসার্সের প্রতি মনোনিবেশ ছিল। বিভিন্ন প্রতিবন্ধকতা উপেক্ষা করে বিভাগের শিক্ষক এবং আমার এডভাইজারের সহযোগিতায় এতদূর আসা। বিশেষ করে ইউজিসি ও আইসিটি মন্ত্রণালয় থেকে অনুদান পাওয়ায় গবেষণার পথ কিছুটা সহজ মনে হচ্ছে। এখন পর্যন্ত দেশীয় ও আন্তর্জাতিক মানের ১৩টা গবেষণা পেপার রয়েছে। আমি চাইব- বিশ্ববিদ্যালয়ের গবেষণাগার উন্মুক্ত রাখতে। ছাত্র জীবনে খরচ বহন করতে না পেরে অনেকে গবেষণা করার সুযোগ পায় না। এদিকে আবাসিক হলগুলোতে পড়াশোনার পরিবেশ তৈরি হয়ে এবং বর্তমান হল কর্তৃপক্ষের অধীনে আরও গবেষণাবান্ধব হবে বলে আশাবাদী।’
হল প্রভোস্ট অধ্যাপক ড. এ.টি.এম মিজানুর রহমান বলেন, ‘হল থেকে যারা মাথা উঁচু করে দাঁড়াবে তাদের তাৎক্ষণিক সংবর্ধনা দেয়ার জন্য শুরু থেকে কমিটমেন্ট করেছি। আজকে তাই করেছি। তোমাদের উপস্থিতি এই ইউনিভার্সিটির জন্য একটা ধাক্কা। এই ধাক্কা প্রশাসন ও ইউনিভার্সিটির প্রতিটি কোনায় কোনায় পৌঁছাবে। এই ধাক্কা যদি তোমরা জারি রাখতে পারো, এই বিশ্ববিদ্যালয়ের পরিবর্তন হতে বাধ্য । আমি তোমাদের ডাকছি শুধু এই মেসেজটা দেওয়ার জন্য। আমি এই বলে বার্তা দিতে চাই যে, মারুফের মতো হাজারো গবেষক তৈরি হবে যদি আমরা সেইভাবে সুবিধাগুলো দিতে পারি। শিক্ষার্থী পাশে থাকলে গবেষণাবান্ধব পরিবেশ তৈরি করবো ইনশাআল্লাহ।’
আজকালের খবর/ওআর