দেশে দুই মাসে নির্যাতনের শিকার ৪৩৮ নারী ও কন্যাশিশু
নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২ আগস্ট, ২০২৫, ১২:৩৯ পিএম
দেশে নারী ও কন্যাশিশু নির্যাতনের ঘটনা বেড়েছে। চলতি বছরের জুন-জুলাই মাসে মোট ৪৩৮ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছেন ৫১ জন। 

বৃহস্পতিবার (৩১ জুলাই) বাংলাদেশ মহিলা পরিষদের নারী ও কন্যা নির্যাতন বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মহিলা পরিষদ এই প্রতিবেদন পাঠায়। মহিলা পরিষদ কেন্দ্রীয় লিগ্যাল এইড উপ-পরিষদে সংরক্ষিত ১৫টি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে প্রতিমাসে এই প্রতিবেদন তৈরি করা হয়।

প্রতিবেদনে বলা হয়, জুলাই মাসে ৫১ জন  নারী ও কন্যা ধর্ষণের শিকার হয়েছে। এর মধ্যে ৩২জন কন্যা ও ১৯জন নারী ধর্ষণের শিকার হয়েছেন। দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন ৪জন কন্যা ও ৭জন নারী। ধর্ষণের পরে হত্যার শিকার হয়েছেন ১জন কন্যা। এবং ৮জন কন্যা ও ২জন নারীকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে।

এছাড়া যৌন সহিংসতার শিকার হয়েছেন ৯জন কন্যা ও ৬জন নারীসহ মোট ১৫জন। এসিড ও অগ্নিদগ্ধের শিকার হয়েছেন ৭জন নারী। এর মধ্যে ৩জন নারী এডিস দগ্ধ এবং ১জন নারী অগ্নিদগ্ধের কারণে মৃত্যুবরণ করেছেন। এছাড়া ৩জন কন্যা ও ১৪জন নারীসহ ১৭জন আত্মহত্যা করেছেন। যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছেন ৩ জন নারী।

প্রতিবেদনে আরও বলা হয়, জুলাই মাসে মোট ৭৮জন হত্যার শিকার হয়েছে। এরমধ্যে ১০জন কন্যা ৫৬জন নারী হত্যার শিকার হয়েছেন, হত্যার চেষ্টা করা হয়েছে ১ জন নারীকে এবং ৫জন কন্যা ও ৬জন নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে।

এছাড়া পারিবারিক সহিংসতার শিকার হয়েছেন ২জন কন্যা ৪জন নারীসহ মোট ৬জন। গৃহকর্মী নির্যাতনের কারণে আত্মহত্যা করেছেন ২জন কন্যা ও ১জন নারীসহ মোট ৩জন। ৮জন কন্যা ও ২জন নারীসহ মোট ১০জন অপহরণ এবং ১০জন নারী পাচারের শিকার হয়েছেন। ২জন কন্যাকে বাল্য বিয়ের চেষ্টা করা হয়েছে। ৩জন নারীকে শারীরিক নির্যাতন করা হয়েছে এছাড়াও ৬জন নারী বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন।  

আজকালের খবর/ওআর








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
‘গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে না এলে ফের ফ্যাসিবাদের উত্থান ঘটবে’
রবিবার বিকল্প পথে যান চলাচলে ডিএমপির অনুরোধ
গুলশানে চাঁদাবাজির ঘটনায় ছাত্রনেতা অপু রিমান্ডে
ইলন মাস্কের টেসলাকে ২৪৩ মিলিয়ন ডলার জরিমানা
ছাত্রদলের অগ্রিম দুঃখ প্রকাশ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
আওয়ামী ক্যাডারদের প্রশিক্ষণ দেওয়া কে এই মেজর সাদিক?
ইবিতে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে থাকছেন মাহমুদুর রহমান
হবিগঞ্জ জেলায় ২০ ঘণ্টা পর বিদ্যুৎ
জুলাই স্মরণে পেকুয়া উপজেলা জামায়াতের গণমিছিল
৫ আগস্টের মধ্যেই ঘোষিত হবে ঘোষণাপত্র: মাহফুজ আলম
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft