রোহিঙ্গাদের ওপর যুদ্ধাপরাধ, আরাকান আর্মির বিরুদ্ধে আইসিসিকে তদন্তের আহ্বান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ১১:১০ পিএম
মায়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মির (এএ) বিরুদ্ধে রোহিঙ্গা বেসামরিক নাগরিকদের অপহরণ, নির্যাতন, হত্যা এবং শিরশ্ছেদের মতো যুদ্ধাপরাধের অভিযোগ তদন্ত করতে সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ আদালতকে (আইসিসি) আহ্বান জানিয়েছে মানবাধিকার সংস্থা ফর্টিফাই রাইটস। 

ব্যাংককভিত্তিক এই সংস্থাটির নতুন তদন্তে বলা হয়েছে, রাখাইনের বেশির ভাগ এলাকা নিয়ন্ত্রণকারী এই শক্তিশালী সশস্ত্র গোষ্ঠীটি তাদের অধীনস্থ গ্রাম এবং অস্থায়ী আটক কেন্দ্রগুলোতে আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করেছে।

ফর্টিফাই রাইটসের মানবাধিকার বিশেষজ্ঞ ইজাজ মিন খান্ট বলেছেন, রোহিঙ্গাদের ব্যাপক অপহরণ, পাশবিক নির্যাতন এবং হত্যার জন্য আরাকান আর্মি দায়ী, যাদের মধ্যে কয়েকজনকে শিরশ্ছেদ অবস্থায় পাওয়া গেছে। 

এই কাজগুলো যুদ্ধের আইনের স্পষ্ট লঙ্ঘন বলেও উল্লেখ করেন তিনি।

ফর্টিফাই রাইটস জানিয়েছে, গত এপ্রিল থেকে জুলাই পর্যন্ত ৩৯ জন রোহিঙ্গা, যার মধ্যে আটজন নারীর সাক্ষাৎকার নিয়েছেন তারা। এ ছাড়া তারা এসব কথিত অপরাধের ছবি এবং ভিডিও প্রমাণ যাচাই করেছে।

তবে ফর্টিফাই রাইটসের বৈঠকের অনুরোধের জবাবে আরাকান আর্মি অভিযোগগুলো ‘মিথ্যা ও মানহানিকর’ বলে প্রত্যাখ্যান করেছে। এটিকে তারা ‘আমাদের সুনাম নষ্ট করার লক্ষ্যে একটি বিদ্বেষপূর্ণ আক্রমণ’ হিসেবে বর্ণনা করেছে।

আরাকান আর্মির বারবার অস্বীকার সত্ত্বেও ফর্টিফাই রাইটস দাবি করেছে, তারা ধারাবাহিকভাবে এই গোষ্ঠীর যুদ্ধাপরাধ নথিভুক্ত করেছে। এর মধ্যে ২০২৪ সালের আগস্টে নাফ নদীর কাছে একটি গণহত্যা এবং ওই বছরের মে মাসে রোহিঙ্গা বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনা উল্লেখযোগ্য। এমনকি, ২০২৫ সালের জানুয়ারিতে আরাকার আর্মি নিজেরাই স্বীকার করেছে, তাদের যোদ্ধারা দুজন যুদ্ধবন্দিকে নির্যাতন ও সংক্ষিপ্তভাবে মৃত্যুদণ্ড কার্যকর করেছে।

আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
সিলেট বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের চাকা বিস্ফোরণ, নিহত ১
রেমিট্যান্সে রেকর্ড, জুলাইয়ের ৩০ দিনে এলো ২৩৭ কোটি ডলার
জুলাইয়ে মৃত্যুর রেকর্ড, বেড়েছে ডেঙ্গুর ভয়াবহতা
প্রেমের টানে মাদারীপুরে চীনা যুবক
নির্বাচনের নির্দেশনা পেলে কাজ করতে প্রস্তুত সেনাবাহিনী
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
চিকিৎসক সংকট সেবার মানোন্নয়নে জরুরি ব্যবস্থা দরকার তাজউদ্দিন মেডিকেল হাসপাতালে
যুদ্ধে নিজেকে শেষ করেছেন প্রায় ৫০ ইসরায়েলি সেনা
বাড্ডায় রিয়াদের আরো একটি বাসার সন্ধান, সেখানে মিললো নগদ টাকা
ঢাকাস্থ চাঁদপুর সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত
হাসিনা-কাদের-কামালসহ ২২১ জনের বিরুদ্ধে চার্জশিট
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft