গাজীপুরে এনসিপির সংবাদ সম্মেলন
শান্তির গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে ‘জুলাই পদযাত্রা’
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৮ জুলাই, ২০২৫, ৩:২২ পিএম
‘দেশ গড়তে, শান্তির নতুন গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ’ এই প্রত্যয়কে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আজ সোমবার গাজীপুর প্রেস ক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। অনুষ্ঠানে আগামীকাল অনুষ্ঠিতব্য এনসিপির সমাবেশ ও ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির বিস্তারিত তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে এনসিপির কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক অ্যাডভোকেট আবু নাসের খান বলেন, গণমানুষের অধিকার নিশ্চিত করা ও দেশের রাজনৈতিক সংস্কৃতিতে শান্তিপূর্ণ পরিবর্তন আনাই আমাদের মূল লক্ষ্য। এ জন্য আমরা জনগণকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণভাবে পথে নামছি।

তিনি আরও জানান, আগামীকাল মঙ্গলবার গাজীপুর শহরের ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ী মাঠে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হবে। এই সমাবেশ থেকেই শুরু হবে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ যা দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়বে।

সংবাদ সম্মেলনে বক্তারা জানান, সমাবেশ ও পদযাত্রা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করেছেন এবং সকল কর্মসূচি নিয়ন্ত্রিত ও সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ বিষয়ে অ্যাডভোকেট আবু নাসের খান বলেন, আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় অনুষ্ঠানটি সম্পূর্ণ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। আশা করছি, সকলের সম্মিলিত প্রচেষ্টায় অনুষ্ঠান সফল হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্যরা, যারা পদযাত্রার রাজনৈতিক ও সামাজিক তাৎপর্য তুলে ধরেন এবং অংশগ্রহণকারীদের জন্য দিকনির্দেশনা প্রদান করেন।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এনসিপি নেতারা জানান, এই কর্মসূচির লক্ষ্য রাজনৈতিক সহিষ্ণুতা, মানবিক মূল্যবোধ, ও জনগণের সরাসরি অংশগ্রহণের নতুন ধারা প্রতিষ্ঠা করা।

আজকালের খবর/ওআর









http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্লাটফর্মটা এখন বৈষম্য সৃষ্টির প্লাটফর্ম
৫ আগস্টের আগেও জুলাই ঘোষণাপত্র হতে পারে: মাহফুজ আলম
দেশে দুই মাসে নির্যাতনের শিকার ৪৩৮ নারী ও কন্যাশিশু
রোহিঙ্গা মুসলিমদের দমন-পীড়ন করছে আরাকান আর্মি: হিউম্যান রাইটস ওয়াচ
সাধারণ যাত্রীর মতো লন্ডনে বাসের অপেক্ষায় তারেক রহমান
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বরিশালের গৌরনদীতে নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন যুবদল নেতা সরদার মোহাম্মদ
কাপাসিয়ায় শাপলা দেখতে গিয়ে নৌকাডুবে দুই বন্ধুর মৃত্যু
আওয়ামী ক্যাডারদের প্রশিক্ষণ দেওয়া কে এই মেজর সাদিক?
জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি: সালাহউদ্দিন আহমদ
টেকনাফে দেড় কোটি টাকা মূল্যের ইয়াবা উদ্ধার
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft