প্রকাশ: রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ৫:৪৩ পিএম

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহত শিক্ষার্থী মো. মাহতাব রহমান ভুইয়ার বাড়িতে গিয়ে তার স্বজনদের সঙ্গে দেখা করেছেন বিমান বাহিনীর প্রতিনিধি দল।
রবিবার (২৭ জুলাই) দুপুরে মাহতাবের গ্রামের বাড়ি কুমিল্লার দেবীদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের উখারী গ্রামে বিমান বাহিনী প্রধানের পক্ষ থেকে আসা প্রতিনিধি দল মাহতাবের সমাধিতে শ্রদ্ধা জানায়।
বিমান বাহিনীর উইং কমান্ডার মো. আতিক হাসান, মাহতাবের বাবা মো. মিনহাজুর রহমান ভুইয়া এ সময় উপস্থিত ছিলেন।
উইং কমান্ডার আতিক হাসান বলেন, বিমান বাহিনী এবং বিমান বাহিনীর প্রধানের পক্ষ থেকে মাহতাবের সমাধিতে শ্রদ্ধা অর্পণ করা হয়েছে। আমরা শোকাহত।
গত ২১ জুলাই মাইলস্টোন স্কুল ছুটির আগ মুহুর্তে স্কুলের ভবনে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় সপ্তম শ্রেণির মাহতাব রহমান ভূঁইয়া গুরুতর আহত হয়। দুর্ঘটনায় তার শরীরের প্রায় ৭০ শতাংশ পুড়ে গিয়েছিল। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউর (নিবিড় পরিচর্যা কেন্দ্র) ১১ নম্বর বেডে চিকিৎসাসেবা দেওয়া হয়।
আজকালের খবর/ওআর