ঢেউয়ের ধাক্কায় সৈকতে উপড়ে পড়ছে ঝাউগাছ
আবদুল্লাহ আল আজিজ, উখিয়া (কক্সবাজার)
প্রকাশ: রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ৫:০৪ পিএম
কক্সবাজারের উখিয়ার সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্টে সাম্প্রতিক জোয়ারের পানির তীব্র ধাক্কায় উপড়ে পড়েছে শতাধিক ঝাউগাছ। টানা দুই দিন ধরে উত্তাল সমুদ্রের ঢেউ আছড়ে পড়ছে সৈকতের ঝাউবাগানে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশ ও সৌন্দর্য রক্ষায় গুরুত্বপূর্ণ এ ঝাউবন।

সরেজমিনে দেখা গেছে, উখিয়ার সোনারপাড়া সৈকত, মংগাইয়ারটেক ও বাইল্যাখালী পয়েন্টে সমুদ্রের জোয়ারের পানির তীব্রতায় বহু ঝাউগাছ শিকড়সহ উপড়ে গেছে। জোয়ারের পানি বেড়ে মেরিন ড্রাইভ সড়কের কাছাকাছি এসে আঘাত হানছে ঝাউবাগানে।

স্থানীয়রা জানান, উপড়ে পড়া ঝাউগাছগুলো এখনো ঘটনাস্থলেই পড়ে আছে। এ অবস্থায় চোরাকারবারীদের দ্বারা গাছ চুরি হয়ে যাওয়ার শঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা। তারা জানান, ঝাউগাছ না থাকলে সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশ রক্ষা হুমকির মুখে পড়বে।

এ বিষয়ে সোনারপাড়া সৈকতসংলগ্ন এলাকায় ডাব বিক্রেতা মামুন বলেন, প্রতিদিন অনেক পর্যটক আসে। গাছগুলা পড়ে থাকলে সৈকতের সৌন্দর্য নষ্ট হয়। বনবিভাগ দ্রুত ব্যবস্থা না নিলে এই জায়গাটা ধ্বংস হয়ে যাবে। গাছ গেলে পর্যটকরাও কমে যাবে, আমরাও ক্ষতিগ্রস্ত হবো।

এ বিষয়ে ইনানী বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা ফিরোজ আল আমিন বলেন, ‘দু-একটি পয়েন্টে জোয়ারের পানির ধাক্কায় শতাধিক ঝাউগাছ পড়ে গেছে। সেগুলো দ্রুত উদ্ধার করে রেঞ্জ কার্যালয়ের হেফাজতে নেওয়ার কার্যক্রম শুরু করা হবে।’

তিনি আরও বলেন, ‘জিও ব্যাগ না দিলে পুরো ঝাউবাগান বিলীন হয়ে যেতে বেশি সময় লাগবে না।’ ঝাউগাছ রক্ষায় টেকসই ব্যবস্থা গ্রহণ এবং জিও ব্যাগ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

স্থানীয় পরিবেশ সচেতন মহলের দাবি, অবিলম্বে সমুদ্রের ঢেউ ঠেকাতে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে শুধু গাছ নয়, সৈকতের পরিবেশ ও পর্যটন শিল্পও মারাত্মক ক্ষতির মুখে পড়বে।

আজকালের খবর/ওআর








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
দেড়মাস সংসার করার পর স্বামী বুঝতে পারে তার স্ত্রী পুরুষ
গর্তেই আটকে আছে জয়দেবপুর-সালনার জনজীবন
ইসির ৭১ কর্মকর্তা বদলি
পুলিশের ৯ কর্মকর্তাকে রদবদল
সিংগার বাংলাদেশের হেড অব মার্কেটিং ফারহানার পিতার ইন্তেকাল
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
আওয়ামী লীগ নেতাদের নিয়ে বিএনপি নেত্রীর লিফলেট বিতরণ
ইবি শিক্ষার্থী ও সহ-সমন্বয়কের পাল্টাপাল্টি অভিযোগ
গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, দীর্ঘ যানজট
উলিপুরে সাংবাদিকদের নিয়ে লাইট হাউজের প্রশিক্ষণ কর্মশালা
সাবেক এমপির বাসায় চাঁদা দাবি করা ৫ সমন্বয়কের বিরুদ্ধে মামলা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft