দেবীদ্বারে বেড়াতে গিয়ে সড়কে প্রাণ গেল কুমেক হাসপাতাল কর্মচারীর
দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ৫:৩৭ পিএম
কুমিল্লার দেবীদ্বারে সড়ক দুর্ঘটনায় মটর সাইকেল ও পিকাপ ভ্যানের মুখোমুখী সংঘর্ষে ফারুক (৪৩) নামে এক মোটর সাইকেল চালকের নিহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। রবিবার (২৭ জুলাই) বেলা ১টায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার উপজেলার জাফরগঞ্জ মাজেদা আহসান মূন্সী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে। 

স্থানীয়রা জানান, কুমিল্লাগামী একটি মটর সাইকেল ও দেবীদ্বারগামী একটি পিকাপভ্যান মুখোমুখী সংঘর্ষে মোটরসাইকেলটি ধুমড়ে মুচরে যায়। এ সময় মোটর সাইকেল আরোহী মারাত্মক আহত হলে তাকে দ্রুত দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

নিহত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র দেখে জানা যায়, মটর সাইকেল আরোহী নিহত মো. ফারুক (৪৩) কুমিল্লা সদর দক্ষিণ এলাকার গোয়াল মথন গ্রামের সফিকুল ইসলামের পুত্র। সে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারী।

নিহতের চাচাতো বোন নীলা আক্তার জানান, তার সঙ্গে থাকা ফোন থেকে কল পেয়ে হাসপাতাল এসে নিহতের মৃতদেহ দেখতে পাই। তার চাচাতো ভাই ফারুক জাফরগঞ্জ মামার বাড়িতে বেড়াতে এসে যাওয়ার পথে এ দুর্ঘটনায় নিহত হন। 

কুমিল্লা- সিলেট আঞ্চলিক মহাসড়কের মিরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ আলী জানান, এ বিষয়ে আমাকে কেউ জানায় নি। খোঁজ নিয়ে ব্যবস্থা নেব।

আজকালের খবর/ওআর








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
দেড়মাস সংসার করার পর স্বামী বুঝতে পারে তার স্ত্রী পুরুষ
গর্তেই আটকে আছে জয়দেবপুর-সালনার জনজীবন
ইসির ৭১ কর্মকর্তা বদলি
পুলিশের ৯ কর্মকর্তাকে রদবদল
সিংগার বাংলাদেশের হেড অব মার্কেটিং ফারহানার পিতার ইন্তেকাল
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
আওয়ামী লীগ নেতাদের নিয়ে বিএনপি নেত্রীর লিফলেট বিতরণ
ইবি শিক্ষার্থী ও সহ-সমন্বয়কের পাল্টাপাল্টি অভিযোগ
গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, দীর্ঘ যানজট
উলিপুরে সাংবাদিকদের নিয়ে লাইট হাউজের প্রশিক্ষণ কর্মশালা
সাবেক এমপির বাসায় চাঁদা দাবি করা ৫ সমন্বয়কের বিরুদ্ধে মামলা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft