মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায়
জীবন উৎসর্গকারী শিক্ষিকা মাহরীন চৌধুরীর সমাধিতে বিজিবি পরিবারের শ্রদ্ধা
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ৬:৪৮ পিএম
রাজধানী ঢাকার উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় কোমলমতি শিক্ষার্থীদের জীবন বাঁচাতে গিয়ে নিজের জীবন উৎসর্গকারী শিক্ষিকা মাহরীন চৌধুরীর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিজিবি পরিচালিত স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা।

আজ শনিবার সকালে নীলফামারীর জলঢাকা পৌরসভার বগুলাগাড়ি চৌধুরীপাড়ায় শিক্ষিকা মাহরীন চৌধুরীর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিজিবির ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্নেল গোলাম রব্বানী এবং বিজিবি পরিচালিত রংপুর ও ঠাকুরগাঁও বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা। এ সময় ১ মিনিট নীরবতা পালন করা হয় এবং শিক্ষিকা মাহরীন চৌধুরীসহ মাইলস্টোন ট্রাজেডিতে শাহাদাত বরণকারী সকলের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। 

শ্রদ্ধা নিবেদন শেষে সেক্টর কমান্ডার বলেন, ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান বিধ্বস্ত ঘটনায় কোমলমতি শিক্ষার্থীদের প্রাণে বাঁচাতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিয়েছেন শিক্ষিকা মাহরীন চৌধুরী। তাঁর শরীরের ৮০ শতাংশ দগ্ধ হওয়ার পরও তিনি আপ্রাণ চেষ্টা করেছেন শিশুদেরকে প্রাণে বাঁচানোর জন্য। তাঁর এই মহান আত্মত্যাগ তাঁর মানবিকতা, তাঁর সাহসিকতা পুরো জাতিকে অনুরণিত করেছে। এই মর্মান্তিক ও হৃদয় বিদারক ঘটনার জন্য আমরা বিজিবি পরিবারও গভীরভাবে শোকাহত, মর্মাহত এবং বাকরুদ্ধ। বিবেকের তাড়নায় সাড়া দিয়ে বিজিবি পরিচালিত বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের নিয়ে আমরা বিজিবি সদস্যরা আজ এখানে সমবেত হয়েছি এই মহান-মহীয়ষী শিক্ষিকার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করার জন্য। 

সেক্টর কমান্ডার আরও বলেন, শিক্ষিকা মাহরীন চৌধুরী শুধু একজন শিক্ষক নন, তিনি মানবতার এক মূর্ত প্রতীক। তিনি তাঁর মহান আত্মত্যাগের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে শিখিয়ে গেছেন- সাহসিকতা, মানবিকতা ও দায়িত্ববোধ। তিনি প্রমাণ করে গেছেন, শিক্ষকতা শুধু একটা পেশা নয়, এটি সামাজিক দায়বদ্ধতা ও মানবিকতার সদা সমুজ্জ্বল একটি মহান ব্রত। এই মহিষী ও অকুতোভয় শিক্ষিকার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে পেরে আমরা গর্বিত।

শ্রদ্ধা নিবেদনের সময় বিজিবির রংপুর রিজিয়ন সদর দপ্তরের পরিচালক (লজিস্টিক), লেঃ কর্নেল মোহাম্মদ নাহিদ হাসান, নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা চৌধুরী এবং রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল সেলিম আল দীন সহ রংপুর ও ঠাকুরগাঁও বর্ডার গার্ড স্কুল অ্যান্ড কলেের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

আজকালের খবর/ওআর









http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
উপদেষ্টা পরিষদ নির্বাচন পেছানোর চেষ্টা করছে: মেজর হাফিজ
বিমান দুর্ঘটনায় আহতদের দেখতে হাসপাতালে প্রধান উপদেষ্টা
চাঁদাবাজির ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩ নেতা-কর্মী বহিষ্কার
আশুলিয়ায় অষ্টম শ্রেণির ছাত্রীকে দোকানে আটকে পালাক্রমে ধর্ষণ, আটক ৩
৬ দিনের সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
এখনো বহাল তবিয়তে অফিস করছেন টেকনাফের ইউনিয়ন ভূমি কর্মকর্তা হেলাল
নন্দীগ্রামে কিশোরীর অশ্লীল ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগ
গাজীপুর প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
জুলাই-আগস্টের শহীদদের স্মরণে গাজীপুর প্রেস ক্লাবে দোয়া মাহফিল
সুনামগঞ্জে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft