অবৈধ গ্যাসের সংযোগ উচ্ছেদে তিতাসের অভিযান, জরিমানা আদায়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৩ জুলাই, ২০২৫, ৭:২২ পিএম
গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযান কার্যক্রম চলমান রেখেছে তিতাস। নিয়মিত অভিযানের অংশ হিসেবে ২২ জুলাই (মঙ্গলবার) মনিজা খাতুন, সিনিয়র সহকারী সচিব ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগ এর নেতৃত্বে তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি এর ঢাকা বিক্রয় বিভাগ-৫ এর আওতাধীন কামরাঙ্গীরচর এলাকার ১টি স্পটে অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে শাহ্জালাল মেটাল নামক ১টি খানাডুলি কারখানায় বাণিজ্যিকভাবে গ্যাস ব্যবহারের জন্য গ্যাস সংযোগ বিচ্ছিন্নসহ কিলিং করা হয়েছে। এ সময় ৩/৪’’ জি আই পাইপ ১০ ফুট, পিভিসি পাইপ ৩০ ফুট, বুস্টার ০১ টি, হুইজ পাইপ ১০ ফুট ও পাইপ বার্ণার ০২ টি অপসারণ/জব্দ করা হয়েছে। উক্ত  কারখানা মালিককে ৫০,০০০/- টাকা জরিমানা আদায় করা হয়েছে।

একই দিনে, জনাব হাসিবুর রহমান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (সিনিয়র সহকারী সচিব) জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগ এর নেতৃত্বে তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি এর জোবিঅ-বন্দর এর আওতাধীন জাঙ্গাল, বারপাড়া, বন্দর, নারায়ণগঞ্জ এলাকার ১টি স্পটে অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে আনুমানিক ৬ কিলোমিটার এলাকার আনুমানিক ১০০০ চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় বিভিন্ন ব্যাসের লাইন পাইপ ২৩০ ফুট, রেগুলেটর ২৪ টি ও লকউইং কক ৬টি অপসারণ/জব্দ করা হয়েছে। 

এছাড়া, জনাব মো. শহীদ উল্লাহ (সহকারী কমিশনার) জেলা প্রশাসন, গাজীপুর কর্তৃক নিয়োজিত বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি এর আঞ্চলিক বিক্রয় বিভাগ- চন্দ্রা, জোবিঅ-চন্দ্রা এর আওতাধীন পূর্ব বারেন্ডা, কাশিমপুর, গাজীপুর এলাকার ২টি স্পটে অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে আনুমানিক ৩২ টি বাড়ির ৩০০ ডাবল চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় বিভিন্ন ব্যাসের ৪৫০ ফুট লাইন পাইপ অপসারণ/জব্দ করা হয়েছে। সম্পুর্ন অবৈধ ৪টি বাড়ির মালিকের নিকট হতে মোট ২,৭৫,০০০ টাকা জরিমানা তাৎক্ষনিক আদায় করা হয়েছে।

এছাড়াও, সিমন সরকার, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় কর্তৃক নিয়োজিত বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি এর মেট্রো ঢাকা বিক্রয় বিভাগ-১ এর আওতাধীন ঠুলঠুলিয়া, ডেমরা এলাকার ৩টি স্পটে অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে শ্রাবণ ওয়াশিং, ব্রাদার্স ওয়াশিং, নিউ কালার ওয়াশিং ও নিউ জিন্স ওয়াশিং ( আবাসিক হতে বাণিজ্যিক ব্যবহার,  গ্রাহক সংকেত : ১০১-১৬৮৬৯) নামক প্রতিষ্ঠানের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় বিভিন্ন ব্যাসের ৫৯০ ফুট লাইন পাইপ, আবাসিক রেগুলেটর ১১টি, কম্প্রেসার ২ টি, আবাসিক চুলা ২ টি, পাইপ বার্নার ৪ টি, হোস পাইপ ১০০ ফুট ও ১" প্লাস্টিক পাইপ ৬০ফুট অপসারণ/জব্দ করা হয়েছে। নিউ কালার ওয়াশিং ও নিউ জিন্স ওয়াশিং নামক প্রতিষ্ঠানের মালিক'কে যথাক্রমে ১ লক্ষ ও ৫০ হাজার টাকাসহ সর্বমোট  ১,৫০.০০০/- অর্থদন্ড প্রদান করা হয়েছে।

এছাড়া, সম্পূর্ণ অবৈধ ২০টি আবাসিক সংযোগসমূহ বিচ্ছিন্নকরত: কিল করা হয়েছে এবং জনাব আজিজুল হক (১০১২৪৭১৪) এর সংযোগটি বকেয়ার কারণে বিচ্ছিন্ন করা হয়েছে।

আজকালের খবর/ওআর








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
বাংলাদেশ ব্যাংকে ড্রেসকোড নির্দেশনা: নারী কর্মীদের ছোট হাতা ও লেগিংস নিষিদ্ধ
সচিবালয়ে হামলা-ভাঙচুর, ১২০০ জনের বিরুদ্ধে মামলা
প্রিজনভ্যানে অঝোরে কাঁদলেন পলক
অবশেষে অনলাইনে এসিসির সভায় যোগ দিচ্ছে ভারত
পীরগাছায় জাল দলিলে অসহায় প্রতিবন্ধীর জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সোনাতলা-সারিয়াকান্দিতে ধানের শীষ মানেই আহসানুল তৈয়ব জাকির
দেবীদ্বারে সেচ্ছাসেবক লীগ নেতা জিয়া হাজারী গ্রেপ্তার
আজিম উদ্দিন কলেজের অভ্যন্তরে নতুন সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করলেন বিএনপি নেতা এলিস
দেবীদ্বারের মাহতাবের জ্ঞান ফেরেনি এখনো, শরীরের ৭০ শতাংশ পোড়া
দেবীদ্বারে বিষধর সাপের কামড়ে স্কুল ছাত্রীর মৃত্যু
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft