পাংশায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ৮:৩৬ পিএম
রাজবাড়ীর পাংশায় সুমি খাতুন (২২) নামে এক গৃহবধুর মৃত্যুর ঘটনা ঘটেছে। শশুর বাড়ীর লোকজনের দাবি আত্মহত্যা কিন্তু পরিবারের দাবি হত্যা। বুধবার (১৬ জুলাই) রাত ৯.৩০ থেকে ১১.৩০ এর কোনো এক সময় উপজেলার বাবুপাড়া ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সুমি খাতুন নিশ্চিন্তপুর গ্রামের শাজাহান শেখের স্ত্রী ও শরিষা ইউপির বহলাডাঙ্গা গ্রামের বজলু খাঁ এর মেয়ে। তার ১ বছর বয়সী একটি পুত্র সন্তান রয়েছে।

নিহতের শশুড় বাড়ির লোকজন জানান, বুধবার রাত ৯টার দিকে ননদ ও শাশুড়ীর সঙ্গে সুমির মনমালিন্য হয়। এ সময় সুমি তার নিজের ঘরে গিয়ে ঘর আটকে দেয়। পরে রাত ১২টার দিকে হটাৎ অনেকক্ষণ একটানা সুমির বাচ্চা কান্না করলে পাশের রুমে থাকে শশুড়-শাশুড়ি টিনের বেরার ফুটো দিয়ে তাকিয়ে দেখেন সুমি ঘরের বাশের আড়ার সঙ্গে তার নিজের ওড়না পেঁচিয়ে ঝুলে আছে। সে সময় ঘরের দরজা ভেঙ্গে ঘরে ঢুকে তাকে নামালে দেখতে পান সুমি মারা গেছে। 

নিহতের স্বামী শাজাহান শেখ বলেন, আমি ঢাকার শনির আখড়ায় ফার্নিচারের দোকানে কাজ করি। গত রাত ১টার দিকে আমি খবর পাই আমার স্ত্রী আত্মহত্যা করেছে। তখনই আমি বাড়ির উদ্দেশে রওনা দেই। আমার স্ত্রী কেনো আত্মহত্যা করেছে আমি জানিনা।

অন্যদিকে, নিহতের খালু খালেক মন্ডল জানান- খবর পেয়ে রাত সাড়ে ১২টার দিকে এসে দেখি আমার ভাইরার মেয়ে মেঝেতে মৃত অবস্থায় পরে আছে। তার শরিরে আঘাতের চিহ্ন রয়েছে। ওর সঙ্গে ওর ননদ আমেনা খাতুন প্রায় সময়ই সাংসারিক বিষয় নিয়ে ঝগড়া লাগতো।

এ বিষয়ে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, খবর পেয়ে থানা পুলিশ সকালে ঘটনাস্থলে উপস্থিত হয় এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। 

আজকালের খবর/ওআর








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
এই রাষ্ট্রে আমাদের নিরাপত্তা দেওয়ার কেউ নেই: নাহিদ
গোপালগঞ্জে শুক্রবার পর্যন্ত কারফিউ বহাল
বিএনপির নেতাকে মালা পরানো সেই পুলিশ কর্মকর্তাকে গোপালগঞ্জে বদলি
সমাবেশে নেতাকর্মী আনতে ট্রেন ভাড়া করেছে জামায়াত
১৬ দিনে এলো ১৪২ কোটি ডলারের রেমিট্যান্স
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
দেশবন্ধু গ্রুপের উৎপাদিত পণ্য রপ্তানি হচ্ছে বিশ্বের ৪০ দেশে
১৮ জুলাই, ২০২৪: ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি, সারাদেশে নিহত ৩১
তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকরা
এনসিপির ওপর হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় জামায়াতের বিক্ষোভ
বাংলাদেশিদের ভিসা দেওয়া নিয়ে যা বলছে ভারত
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft